নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
আমার হতে গেছে যাহা তাহা আমার নয়,
তাহার জন্য লোভ লালসা নেই কোন সংশয়।
আমার যাহা ক্ষুদ্র বিন্দু
তাহাতে পাই সুধা সিন্ধু
অসীম তৃষ্ণা মেটায় তাহা যেমন সুধাময়।
আমার হতে গেছে যাহা আমার তাহা নয়।
ক্ষুদ্র যাহা তুচ্ছ যাহা অমূল্য সেই ধন
সেই ধনেরই মাঝে খুঁজি সত্য নিষ্ঠ মন,
যোজন যোজন দুরে নহে
কানের কাছে যে জন কহে
ছোট্ট কথা ছোট্ট প্রেমে ছোট্ট করে পণ
ক্ষুদ্র তাহা তুচ্ছ তবু অমূল্য সেই ধন।
ভবের মাঝে দেয়া-নেয়া পাওয়া হারার খেলা
সকাল বেলা পূর্ণ যে জন শূন্য সন্ধ্যা বেলা
যে জন শূন্য চিরদিনই
তারে কে-বা লইবে কিনি
কে-বা তারে করবে ঋণী করবে অবহেলা!
ভবের মাঝে দেয়া-নেয়া পাওয়া হারার খেলা।
কি পেয়েছি কি দিয়েছি কি'বা আমার ছিল!
আমার যাহা ভাবি তাহা এই ধরনী দিলো
আমি জানি শূন্য আমি
পথের মাঝে রইবো থামি
দামী কিংবা অদামী সব দেখব কেড়ে নিলো।
কি পেয়েছি কি দিয়েছি কি'বা আমার ছিল।
০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪০
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০০
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি গল্প উপন্যাসও লিখতে চেষ্টা করুণ।