নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এতো স্নেহ আছে এই ধরনীতে কার?
সে-তো মঙ্গলময়ী জননী আমার।
শান্ত সুনিবিড় মায়াময় কোলে
মমতা স্নিগ্ধ ছায়া দিয়েছে আঁচলে।
গর্ভে ধরে সে যে বিন্দু বিন্দু করে
দিয়েছে দুর্লভ তনু সযতনে গড়ে
আপন সত্তা দিয়ে দেহে দিয়ে প্রাণ
রচিল জগতের পরে সৃষ্টির প্রমাণ।
সুধাসম বক্ষ দুগ্ধ মিটালো যে তৃষা
ভাষা দিলো জ্ঞান দিলো পরিপূর্ণ দিশা।
জীবন যতদিন রয় এই ধরাপরে
আপন সন্তান সদা বক্ষ মাঝে ধরে।
দুঃখ ব্যাথা বুকে নিয়ে সুখী করে যে
দুখিনী মাতা আমার জননী সে যে।
©somewhere in net ltd.