নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
রূপ তার জলের মত রঙ তার আলো,
কতজনা কতবার বেসেছে'তো ভালো।
তবুও কেন যেন কেউ কভু ভুলে
হৃদয় চায়নি দিতে প্রাণ মন খুলে।
সবারই প্রেম ছিল অতি ভাসা ভাসা
সে প্রেম প্রাণহীন কূল হীন আশা।
তাই তার মেটে নাই মরমের সাধ
এখনো রয়েছে তার স্বপ্ন অগাধ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:২৮
সামরিন হক বলেছেন: আপসোস।