নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
বোধহীন চৈতন্যহীন উর্ধ্বমুখী জ্ঞান
গোগ্রাসে গিলেছি সবই রাক্ষস সমান
অন্তরমুখী আত্মশুদ্ধি পবিত্র অনলে
করিনি তো প্রাণ দহন, সিন্ধু সলিলে
ডুবাইনি তনু মন, অন্ধকার রাশি
মর্ম হতে মুছিনি তা আলোয় প্রকাশি।
ক্ষুদ্র জ্ঞানে অন্ধকারে মেলি দুটি আঁখি
আপন কোটরে আজো রয়েছিনু ঢাকি।
তবু আজ ভাবি বসে জগৎ সংসারে
জেনেছি তো সব কিছু, নাহি অগোচরে
কোন ক্ষুদ্র বৃহৎ সত্তা যত খুটিনাটি
রয়েছে সাজানো মনে সব পরিপাটি।
জোনাকি দেখে না কভু রবির কিরণ
ভাবে তাই আলো আর দেবে কে এমন?
১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১৪
সামরিন হক বলেছেন: সুন্দর ।