নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

আর্তি

২১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬



হে ভগবান!
বারে বারে এ সংসারে পাঠিয়েছ কত মহাপ্রাণ
যুগে যুগে দিকে দিকে মানবতার গেয়ে গেল গান
তারা সবে, প্রেম পুষ্প মহার্ঘ ঢালি
আপনার পূর্ণ পাত্র করে গেল খালি।

তবু এই ধরনীর পরে
প্রতি ক্ষণে নিদারুণ নিষ্ঠুর ঝড়ে
কত প্রাণ অবিচারে নির্মম শক্তির অপঘাতে
বিদীর্ণ হয় কালো অন্ধকার রাতে।
বিচারহীন শক্তির শক্ত পদতলে
দুর্বল দেহখানি পিষ্ট করে দলে,
অনাহারে মরে কত শীর্ণকায় ক্ষুধাতুর শিশু
ন্যায়দন্ড দিকে দিকে কেঁদে ফিরে মাথা করে নিচু।

কত প্রাণ জীবনের আলো না ফুটিতে
নির্দয় নিক্ষেপ করে পাষাণ মাটিতে।
তুমি তাদের অন্ধকার নির্মম ঘৃণ্য অপরাধ
ক্ষমা করিওনা, হে বিশ্বনাথ!!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২

অক্পটে বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন। আপনার অনুভবকে যা ছুঁয়ে গেছে তা দারুণভাবে ব্যক্ত হয়েছে। সুন্দর...

২২ শে ডিসেম্বর, ২০২২ রাত ১:২১

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ২২ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

রাজীব নুর বলেছেন: আজকের কবিতা সুন্দর হয়েছে।
অথচ আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি প্রতিযোগিতায়।

২৪ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৩

আমি আগন্তুক নই বলেছেন: আমি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে রাজি নই, কারণ আমি কোথাও টিকবো না। আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.