নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
অসীম তৃষ্ণা প্রাণে, সাগরের জলে
মিটেনা সে সাধ আশা অমৃত না হলে।
সুখ সমৃদ্ধি প্রেম শান্তি ভালবাসা
আরও চাই আরও চাই, দুঃখ দুরাশা
চাই না কভু আর জীবনের পথে
তবু তাহা চলে আসে মোর সাথে সাথে।
অমৃত কোথা পাব- চিরশান্তির স্থান!
মৃদুস্বরে কথা মালা সুমধুর গান।
স্বর্গের মতো যেথা কুসুম কানন
শীতল ছায়া ঘেরা বন আর বন।
মানুষ সেথায় যেন দেবতা সমান
সকলেই করে সুধা - অমৃত পান।
এমনই পিপাসা বুকে করে হাহাকার
স্বর্গের মতো চাই জীবন আমার।
দেখিনি ত কোনদিন ছোট গ্রাম খানি
স্বর্গের চেয়ে খাঁটি জগতের রাণী।
মায়াভরা মানুষের কত ভালবাসা
বুকে বুকে জেগে রয় আগামীর আশা।
ছায়া ঘেরা বনে বনে কত ফুল ফল
টলমল করে সদা দিঘি ভরা জল
মাঠে মাঠে সোনা ফলে নদী ছলছল
বর্ষায় শ্রাবণ ধারা ঝরে অবিরল
সোনার মানুষ যেথা সোনার মাটি
তার থেকে কোথা আছে সুখ পরিপাটি?
এখানে শান্তি ছায়া যেন খুঁজে পাই
জন্মভূমির মতো সুখ স্বর্গেও নাই।
৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩
আমি আগন্তুক নই বলেছেন: আপনার মন্তব্যে আমার হৃদয়ে নাড়া দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: আপনার কবিইতা পাঠ করলাম। কিন্তু হৃদয় নাড়া দিলো না।