নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

জীবন সংগ্রাম

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

ছাই নিবেন ছাই...ছাই নিবেন ছাই...
নগরের রাস্তা ধরে হাকে তিনি বারে বারে
বৃদ্ধা জননী এক শিরোপরে বস্তা বেঝাই।
জীর্ণ বস্ত্র শীর্ণকায় চারিদিকে ফিরে চায়
মাঝে মাঝে হেকে উঠেন- ছাই নিবেন ছাই..
বৃদ্ধা জননী এক শিরোপরে বস্তা বোঝাই।
বহুক্ষণ ডেকে ডেকে হাটে খানিক থেকে থেকে
কেউ যদি বলে তাকে দাও কিছু ছাই-
গালভরা হাসি দিয়ে বস্তা নামিয়ে নিয়ে
বলে তিনি কতটুকু চাই?
বৃদ্ধা জননী এক শিরোপরে বস্তা বোঝাই।
অসীম সাহসী তিনি দুর্গম সংসার মাঝে
পরাজয় নয় তার দুঃসহ হাড়ভাংগা কাজে,
কাক ডাকা খুব ভোরে উঠে পরে ঘুম ছেড়ে
লেগে পরে কঠিন সংগ্রামে,
শহরে শহরে ঘুরে অলিগলি মোড়ে মোড়ে
ছুটে চলে ডাইনে আর বামে।
ক্ষুধা তৃষ্ণা ছাড়া আর দুটি হাত বাড়াবার
জীবনের কোন সাধ নাই।
মাঝে মাঝে থেকে থেকে ডেকে উঠেন - ছাই নিবেন ছাই...
বৃদ্ধা জননী এক শিরোপরে বস্তা বোঝাই।
স্বামীহারা সংসার পুত্রকন্যা যে যাহারা
আপনার মত গেছে আলাদা হয়ে,
আজ তাই পথে পথে দিন কাটে কোন মতে
মাথায় ছাইয়ের বোঝা চলে তাহা লয়ে-
তবু তার দুঃখ নাই শান্তির মাঝে তাই
মাঝে মাঝে হেঁকে উঠেন - ছাই নিবেন ছাই...
বৃদ্ধা জননী এক শিরো পরে বস্তা বোঝাই।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৮

রাজীব নুর বলেছেন: ছাইয়ের দিন শেষ। এখন সবাই ভিমবার বিক্রি করে। আপনি অতীত আঁকড়ে আছেন কেন? বিশ্ব কোঠায় চলে গেছে সেসব জানিন। লিখুন।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

আমি আগন্তুক নই বলেছেন: আমার কর্মসংস্থান ঢাকার কমলাপুর জসীমউদ্দিন রোড, পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ির কাছে। এখানে প্রতিদিন দুই থেকে তিনজন মহিলা ছাইয়ের বস্তা মাথায় করে, ডাকতে থাকে, ছাই নিবেন ছাই। আপনার যদি দেখতে ইচ্ছে হয় চলে আসুন। আমাকে কোনো লেখাই আপনার ভালো লাগবে না। না লাগুক সেও ভালো। ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের দেখলে কষ্টই লাগে। তবুও হালাল রুজি। ভালো থাকুক ছাই ওয়ালীরা।

#রাজিব ভাই, ছাই ছাড়া কী করে চলে। মাছ কাটতে লাগে, হাড়ি পাতিল ভিম বারে পরিষ্কার হয় না। তখন ছাইয়ে হুইলের গুড়া মিশিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়। আমার তো ছাই ছাড়া চলেই না

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.