নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এই পথে কে গেল চলে!
অচিন দেশে যাবে বলে,
আপন মনে সকল জনে
ভিজিয়ে দিয়ে নয়ন জলে।
নেইকো তাঁহার মায়ার বাঁধন
আনন্দ গান দুঃখ বেদন
মিটিয়ে দিয়ে এই সীমানায়
হিসেব নিকেশ মনের চেতন।
কাহার তরে কাহার ঘরে
এই মমতা ছিন্ন করে
লুকিয়ে হাসি বিষের বাঁশি
বাজিয়ে গেল অন্ধকারে।
সে জন কি আর ফিরবে হেথা?
বাকি যাহা রইলো কথা
বলবে কি আর ব্যথা তাহার
মনের যত ব্যকুলতা।
এ পথ বুঝি অসীম অশেষ!
এ পথের কি নেই কোনো শেষ?
কোন সুদুরে অচিন পুরে
আজানা সেই বিজনা দেশ!
গেল সে জন গেয়ে এ গান
আয় রে তোরা ফেলে স্বজন
আয় সে দেশে নতুন বেশে
নিয়ে শুধু আপন এ প্রাণ।।
০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৭
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো।