নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
অহর্নিশ মুখে বিষ
চোখে অগ্নি জ্বলে,
দেখে সবাই হরহামেশাই
কালনাগিনী বলে।
অঙ্গ তাহার রূপের বাহার
শত রঙের ফুল
মনের আশে সব গিয়েছে
গিয়েছে জাত কূল
এখন জানে জীবন মানে
শুধুই পুতুল খেলা
ইচ্ছে হল ভেঙে ফেল
দিয়ে একটি ঠেলা।
নেই কো ঘর আপন পর
সবাই খরিদদার,
দেহের বাহার পন্য তাহর
মনটা দোকানদার।।
১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
আমি আগন্তুক নই বলেছেন: সৌভাগ্য হয়নি।
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: পতিতাদের সাথে রাত কাটিয়েছেন?