নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
তৃষিত নয়নে কার পথপানে
চেয়ে থাকি নিশিদিন,
চঞ্চল প্রাণে হাঁটি আনমনে
একেলা বিরামহীন।
কার পদধ্বনি কানপেতে শুনি
নয়ন মুদিলে ঘুমে,
শিহরিয়া উঠি কাঁপে ঠোঁট দু'টি
কে দিল আলতো চুমে।
বাতাসে বাতাসে কাহার পরশে
বুলায় শীতল স্নেহ,
কানপেতে রই এলো বুঝি ঐ
আমার আঙ্গিনাতে কেহ।
কেন এ আশা কেন ভালবাসা
কেন এত হাহুতাশ!
কেন যে এ মন শুধু অকারণ
ফেলে বেদনার শ্বাস!!
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
২| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৫
সোনাগাজী বলেছেন:
ভালোবাসার ফুল ফুটেছে মনে
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তর্জালিক ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: হুম।
২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০০
গেঁয়ো ভূত বলেছেন: চমৎকার সুখপাঠ্য কবিতাখানি!