নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এই নদীতে সব দিয়েছি
এখন আমি ফকির,
নদীর কূলে দাড়িয়ে এখন
জল ঝরে দুই আঁখির।
নদীর জলে ঝাপ দিয়েছি
মিষ্টি মধুর জল পিয়েছি
অতল জলের তল খুঁজেছি
দেখতে চেয়ে গভীর।
এই নদীতে সব দিয়েছি
এখন আমি ফকির।
ইচ্ছে করেই নদীর কূলে
ঘর বেঁধেছি এসে
নদীর জলের উতল ঢেউয়ে
সব গিয়েছে ভেসে।
বাঁধ ভাঙ্গা সেই জলের প্লাবন
অঝোর ধারায় বাদল শ্রাবণ
ভিজিয়ে দিল এত বেশি
মরি জ্বরে কেশে।
ইচ্ছে করেই নদীর কূলে
ঘর বেঁধেছি এসে।
নদীর এমন রাক্ষসী রূপ
ভাঙ্গে মাটির কূল,
বুঝিনি তা আগে কভু
এই ছিল মোর ভুল।
প্রবল স্রোতে উল্টো বেয়ে
যাস কেন 'মন' বোকা নেয়ে
তাই অকালে সব হারালাম
জীবন পাড়ের কূল।
বুঝিনি তা আগে কভু
এই ছিল মোর ভুল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৪৮
আমি আগন্তুক নই বলেছেন: আমার গল্প কবিতা এ যুগে অচল। আমি এ যুগে জন্ম গ্রহণ করেও প্রাগৈতিহাসিক যুগের মানুষ। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
২| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৬
মাস্টারদা বলেছেন: ঈশ্বর চন্দ্র গুপ্তের কবিতার মতো গন্ধ
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৪
আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৭ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৩
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর লিখেছেন,
১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫
আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি গল্প উপন্যাস প্রবন্ধ কিছু লিখতে চেষ্টা করুণ।
সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা লিখতেন। সেই সাথে গল্প উপন্যাস আর ভ্রমন কাহিনীও প্রচুর লিখেছেন।