নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

আঁধারের প্রলাপ

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৬



এই পথে কতবার হেঁটেছি একেলা
নির্জন রাত্রি আর নিঝুম সন্ধ্যাবেলা
অর্ধেক চাঁদ যখন তুলিয়াছে মুখ
আমিও তার সাথে ছিলাম উন্মুখ
কার তরে বসে বসে আঁধারের মাঝে
ওষ্ঠ পল্লবের মত কাঁপিয়াছি লাজে।
নির্ঘুম জোনাকিরা যেন সারারাত
আমার কানে কানে করে আর্তনাদ
কোনদিন প্রিয়া তার গিয়েছিল ফেলে
আজও তাই চেয়ে থাকে বক্ষ দীপ জ্বেলে
আকাশের শত তাঁরা সেই বেদনায়
প্রতিদিন কুয়াশায় নয়ন ঝরায়।
পশ্চিম আকাশে গিয়েছিল ঢলি
বাঁকা চাঁদ নিবু নিবু তাঁরারা সকলি
কুয়াশায় ভিজে ভিজে রাত্রির শেষে
এসেছিল তখনই অন্ধকারে ভেসে
ফুল তার বুকে ছিল প্রেম ছিল প্রাণে
আমারে ডেকেছিল বেদনার গানে
মৃন্ময়ী নয় সে তো নয় আলেয়া
ফুলের রেনুর মতো হতো দেয়া-নেয়া
কঙ্কাবতী নাম তার কঙ্কণ হাতে
আমাকে করিত আপন অন্ধকার রাতে
তারপর অন্ধকার কুয়াশার জলে
ঝরে যেতো টুপটাপ পৃথিবীর কোলে।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

শাওন আহমাদ বলেছেন: বাহ! ভালো ছিলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৭

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:২৯

রাজীব নুর বলেছেন: আপনি এখন পর্যন্ত কত গুলো কবিতা লিখেছেন?
এই ব্লগে একজন আছেন সে ৯০০ কবিতা লিখেছেন।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৪

সাইফুলসাইফসাই বলেছেন: সুন্দর

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:১৯

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৮

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা!
পাঠে মুগ্ধতা প্রকাশ করছি!!
লাইক দিলাম!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:২০

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.