নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
নদীর কূলে বটের মূলে
হাট বসেছে নন্দী গ্রাম,
সকল পন্য ঠিক অনন্য
কিন্তু তাহার অনেক দাম।
আছে চাল চালতা বরই
পাবে তাজা নতুন ফল
লাল আনারস আখেরই রস
কিনতে পাবে ডাবের জল।
পাবে চুড়ি তাঁতের শাড়ি
নাকের ফুল ও কানের দুল,
ইলিশ মাছে ভরে আছে
হাটের শেষে নদীর কূল।
মধুর মিষ্টি কারে দৃষ্টি
দধি মাখন ছানা ঘি,
রসগোল্লা রসে ফোলা
এই হাটে ভাই নাই যে কি?
পাবে পান সুপারি খান
চুন ও পাবে তার কাছে,
পাবে বিড়ি গুড়ের হাঁড়ি
থালাবাটি সব আছে।
চাটি জুতো সেলাই সুতো
পাবে হরেক রকম ডাল,
হাতি গরু মোটা সরু
পাবে ছাগল ভেড়ার পাল।
আমি কানাই সেই হাটে যাই
বেচি তাজা ফলের রস,
সবাই চেনে তাইতো কেনে
এক গ্লাসে টাকা দশ।
০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩১
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: ছড়া কবিতা ভালো হয়েছে।
০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩১
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: ভালো।
০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৩২
আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:০৪
এম ডি মুসা বলেছেন: সুন্দর গেরামেরে বর্ণনা করে আমি পাঠ করে আপনার কবিতা দিয়ে সকাল শরু হলো