নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

সৎ মানুষ

০৩ রা মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭



কত কি হয় এই জামানায়
কোনোকিছুই বুঝি না,
চোখের সামনে সব কিছু রয়
কোনোকিছুই খুঁজি না।
ঘুষের কথা বলছেন বুঝি?
ও সবেতে রুচি নাই,
বড্ড বেজায় ভদ্র আমি
সৎ মানুষের শুচিবাই।
ও সব কিছু ছুঁতে নেই যে
টপ করে নেই পকেটে,
মাঝে মাঝে অল্প কিছু
হাত পেতে নেই যা জোটে।
বেশি তো নয় লাখ দুই তিন
ইচ্ছে করেই দেয় তারা,
অনেক সাধে, হাতটি ধরে
ফাইলটা নেয় না সই ছাড়া।
মেয়ে মানুষ? ছি ছি দাদা -
ও সব কি আর বলতে আছে?
আস্তে বলুন, সম্মানটা!
কেউ যদি বা শোনে পাছে।
মাঝে মাঝে কখনো বা
মদটা যদি পেটে পরে,
তখন দেহ চাঙা হলে
সঙ্গ দিতে ইচ্ছে করে।
ছিছি দাদা - লুজ কারেক্টার?
পাড়ায় আমার অনেক দাম
রাজনীতিও করি বটে
সেখানেও বেশ সুনাম।
চাকরি-বাকরি দিয়ে দেব?
ও সব আমি করি না
তবে টুপাইস পরলে হাতে
চেষ্টা করতে ছাড়ি না।
বাবা-মাকে ভরনপোষণ?
কি যে বলেন? "বৃদ্ধাশ্রম"
স্ত্রী যে বেজায় চটে
তাইতো শেষে দিয়ে এলাম।
আমি এখন বড্ড সুখী
কোনোকিছুর অভাব নাই
সৎ মানুষই বলতে পারেন
সম্মানটা তেমনি পাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: কবিতাগুলো ভালোই হচ্ছে ভাইয়া। :)

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: সৎ মানুষ দুনিয়াতে নেই।

০৬ ই মার্চ, ২০২৩ রাত ১১:১৬

আমি আগন্তুক নই বলেছেন: এটা ব্যঙ্গ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.