নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
রঙ মাখা তোর প্রাণে প্রাণে
রঙ মাখা তোর মনে
রঙ মাখিয়ে দিকনা আজি
প্রাণের প্রিয়জনে।
অন্তরে তোর রঙিন পাপড়ি
ফুটুক সারাক্ষণ
তোর রঙেতে রঙিন হয়ে
উঠুক ফুলের বন।
মর্মে লাগুক কর্মে লাগুক
লাগুক রাঙা দোল
রাঙা মনে সখার সনে
প্রেমের দুয়ার খোল।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:২৪
সোনাগাজী বলেছেন:
কবিতার কথা পরে হবে, এই ছবি কোথায় পেলেন?