নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
পথেঘাটে জন্মিয়াছি কে-বা পিতামাতা!
দেখি নাই দু নয়নে, বুকে সেই ব্যাথা,
হাঁটাচলা শিখিতেই খাবার জোটাতে
শক্ত হাতুড়ি নিলাম কাঁচা দু'টি হাতে,
ঘামে ভেজা ক্ষুদ্র দেহ, শুষ্ক মুখখানি
আপন জীবন ভার শুধু বয়ে টানি।
জ্ঞান হীন মূর্খ আমি, শিক্ষাহীন প্রাণ
খেলাধুলা হীন শিশু মুখখানি ম্লান,
ধরনীর পরে এই, যে শিশু জন্মিতে
আপন জীবন ভার নিলো মাথা পেতে।
বন্ধ কর শিশু শ্রম মুক্ত কর তারে
আমাকে বাঁচিতে দাও সম অধিকারে ;
শিক্ষা দাও বস্ত্র দাও অন্ন দাও মুখে
আমারে খেলিতে দাও চিন্তাহীন বুকে।
©somewhere in net ltd.