নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

ক্ষণিক সময়

১৭ ই মার্চ, ২০২৩ রাত ১:২৩



বয়স হয়ে গেছে ঢের
আমার দেহ মনে প্রাণে পাই টের,
অনুভূতির গভীর অনুভব
আমায় বলে দেয় সব।
আমায় বলে দেয় - ডানা ভাঙা পাখি
পালক খসিয়া পড়া ঝড়ে
হলুদ পাতা যখন শীতের শুষ্ক হাওয়ায় খসে পড়ে।
আমাকে বলে দেয় খরস্রোতা নদী
যখন মরিয়া যায় বালুর চরে
আমাকে বলে দেয় হেমন্তের ধান ক্ষেতে
কুয়াশা হিম হয়ে ঝরে।
আমিও টের পাই যখন ঝরে ফুল ধুলায় হয় লীন
যখন বেলা পরে আসে সোনালী আলো হয় ক্ষীণ।
সন্ধ্যার অন্ধকারে যে পাখি নীড়ে ফেরে
দিন গেছে বলে
আমাকেও বলে দেয়, খুঁজে দেখ তোমারও দিন গেছে চলে।
মুথা ঘাস ঝরা পাতা খড়কুটো জল
পৃথিবীর পড়ে সব করে টলমল।
আমিও চেয়ে দেখি আছে বাকি ক্ষণিক সময়
তার মাঝে এ হৃদয়ে নব নব স্বপ্ন জন্মলয়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: দারুণ।

১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭

আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ১৭ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি গল্প উপন্যাস আর প্রবন্ধ লিখতে চেষ্টা করুণ।

১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৭

আমি আগন্তুক নই বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.