নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সহস্র শতাব্দী ধরে বিবর্ণ অন্ধকার পথে
ক্লান্ত নগ্ন পায়ে কুয়াশার ধুসর জগতে
নিঃসীম নির্জন বেদনার রাত্রি করে পার
তোমার কাছে আমি এসেছি আবার।
মুখ তব অন্ধকার রাত্রির চাঁদিনী'র মত
নির্ঘুম নিশিতে নির্জনে অপেক্ষায় অবিরত
সহস্র বছর ধরে অমৃত প্রেম করে জমা
পথ পানে চেয়ে আছো, হে প্রেয়সী নীলিমা।
বুকের গভীর ক্ষত সহস্র যুগ যুগ ধরে
জমাট বেঁধে আছে পাথরের নগর অন্ধকারে
সমূদ্রের সেফিনে ধুয়ে নিয়ে বেদনার ভার
স্বপ্নের নির্জন দ্বীপ আমি গড়েছি আবার।
অনেক আকাঙ্ক্ষার ক্ষরিত ফসলে
তোমার পরশে বরফের মতো গেছে গলে
যেই সব ব্যাথা, সেই সুখ আনন্দ অসীমা
অনন্তকাল ধরে বুকে রবে, হে প্রেয়সী নীলিমা।
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫৬
আমি আগন্তুক নই বলেছেন: হুম, এক মহিলা তার নামে জীবনানন্দ দাশের বনলতা সেনের মত একটা কবিতা লিখে দিতে বলছে, আমি কি তা পারি? তারপর এটা লিখে দিলাম, পড়ে প্রশংসায় পঞ্চমুখ।
২| ১৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: কবিতা লিখে লাভ নাই। আপনাকে অন্য কিছু লিখতে হবে।
১৮ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৫২
আমি আগন্তুক নই বলেছেন: ভাললাগে বলে কবিতা লিখি, লাভ লোকসানের হিসাব করে লিখি না, আমার যা ভালো লাগে না তা নিয়ে গুতাগুতি করবেন না। এর থেকে বলে দেন এ ব্লগে কবিতা দেওয়া যাবে না।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২৩ রাত ২:৫০
সোনাগাজী বলেছেন:
কবি জীবনান্দ দাসের কবিতাকে অনুবাদ করছেন নাকি?