নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
বেদনার সাথে যখন রাত্রির গভীর অন্ধকার
অসীম শূন্যতায় মিলেমিশে হয় একাকার
শিশিরের টুপটাপ ঝরে যাওয়া নয়নের কোণে -
যেই ঝড় বয়ে যায় বুকে তার গোপনে গোপনে।
আমি সেই বেদনার- শূন্যতার- ঝরে যাওয়া জল,
পথের তৃণের মত জীবন যার শুধুই নিষ্ফল-
কোনোদিনও চোখে যার ফোটে নাই আলো
শুধু রাত অন্ধকার কুয়াশায় বেদনার কালো
এসেছে ফিরে ফিরে- অনন্ত নিরাশার মেঘ
ঝরেছে বুকের মাঝে অবিরাম ধুয়েছে আবেগ।
আমি সেই ব্যথা ভরা ঝরা পাতা- ঝরা ফুল, ঘাস
পথের ধুলায় ঝরি অনাদরে নিভৃতে বারোমাস।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৭
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়নি।