![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
মানুষের সব সাধ মিটে গেলে মৃত্যুর সাধ নেয় প্রাণ
আকাশের নক্ষত্রের মত-- ঝরে পরে ফসলের মাঠে
যে ফসল ফলিয়া ঝরিয়া গেছে --তারপর বিদায়ের গান
অবিরাম গেয়ে যায় গোধূলি আলোয় যখন সূর্য পরে পাটে।
একদিন মানুষেরও আশা মরে যায়- যেই আশা অন্ধকার রাতে
শিশিরের মত যায় ঝরে- পাখিও হারায় তার ফিরিবার নীড়
যার দিন আসে নাকো হায়- যার আলো ফোটে নাকো নতুন প্রভাতে
সেখানে অন্ধকারে, মৃত্যুর ঘরে- ব্যাথারা করে থাকে ভীড়।
একদিন- জানি আমি, আমারও অন্ধকার ঘরে আশাহীন প্রাণ
সূদুর নক্ষত্রের খোসে পড়া-- ঝরা পাতার- পাবে আহ্বান
সেদিন সব সাধ মিটে যাবে, সব আশা --সব প্রেম পুকুরের জলে
ধুয়ে যাবে, মুছে যাবে,ক্ষয়ে যাবে -বরফের মত যাবে গোলে।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৫১
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
ভাষা শ্রুতিমধুর না। চন্দ নাই। কিছুই ঠিক নাই।