নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
নারীর রূপ দেখে পুরুষের হৃদয়
অভুক্ত বাঘের মতো লালা করে ক্ষয়
প্রেম বলে পৃথিবীতে এখনো যেটুকু
রয়ে গেছে, সবটুকু ভয় আর ভয়।
আপন মনের কথা কেউ আজ বলে না সহজে
সবাই গোপনে রাখে হৃদয় আর মন
সবাই আলাদা থাকে কথা আর কাজে
সবাই মনে করে কেউ নয় আপন।
অন্ধকার যুগ এখন পৃথিবীর পরে
মানুষের মনে মনে করিছে বুনন
মানুষ সভ্যতার নতুন কারাগারে
চেয়ে দেখে বিভৎস অন্ধ কানুন।
২| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: ভালো হয়নি।
©somewhere in net ltd.
১| ২৪ শে মার্চ, ২০২৩ রাত ২:০১
সোনাগাজী বলেছেন:
দোযখের ভাবনাচিন্তা।
কবি, বিশ্ব অনেক বড়!