নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
এইসব পথে পথে হাঁটিয়াছি আমি
মাঝে মাঝে বিস্ময়ে দেখিয়াছি থামি
অন্ধকার গলি আর সচ্ছ রাজপথ
ভগ্ন ঠেলাগাড়ি স্বর্নের রথ
সকলি চলিতেছে পৃথিবীর পরে
বারেবারে দেখিতেছি দু'নয়ন ভরে।
ভগ্ন হৃদয়ের অন্ধকার গলি
ডাস্টবিন পঁচা ড্রেন দেখেছি সকলি
অশ্রাব্য গালাগালি, শরীরের স্বাদ
পুরুষের নোংরা জিভ বিমর্ষ রাত
এসব দেখেছি আমি নির্জন রাতে
সব ক্লেদ মুছে গেছে আলোর প্রভাতে।
মানুষের বুক থেকে ঝরেছে হৃদয়
মানুষ তাই আজ এতো নির্দয়
রক্তের পরে বসে শকুনের মতো
শুঁকেছে মৃতদেহ পঁচাগান্ধা ক্ষত।
কামনা ঐশ্বর্য যস সম্রাজ্যের সাধ
মানুষের মনে আজ অসীম অগাধ।
অনেক দেখেছি ঘুরে স্বর্নের ঘরে
বেঁধেছে পিঁপড়ে বাসা খাদের ভিতরে
অনেক হীরের আঙটি বেদনার আঙুল
বিচ্ছেদের শুষ্ক হাওয়ায় ঝরে পড়া ফুল
অনেক ক্লান্ত ব্যাথা সোনার পালঙ্কে
নিঃশব্দে কেঁদে ঝরে বিছানার ফাঁকে।
অনেক দেখেছি আমি বিস্ময়কর রূপ
ক্ষণিকেই হয়ে গেছে ভস্মের স্তুপ।
শক্ত পদাঘাতে কাঙালের থালা
ঝরে গেছে ধুলোর মাঝে -ক্ষুধার জ্বালা -
সেই সব শক্তিরও কালের প্রবাহে
দুর্বলের চরণে কৃপা ভিক্ষা চাহে।
সচ্ছ শুভ্র সাদা হৃদয়ের ফুল
অকালে হয়ে গেছে রঙের পুতুল
অকালে ভেঙে গেছে নির্দয় ঘায়ে
সকলি ছিলো, আজ গিয়েছে হারায়ে -
এইসব দেখেছি আমি বিষন্ন চোখে
যাহা কিছু ঘটিতেছে এই মর্তলোকে।
২| ২৫ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর। তবে ভাষাগত বিচ্যুতি আছে কিছু, বানানও ঠিক করে নেন।
৩| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: ভালো কিছু লিখুন। যা হৃদয় কে স্পর্শ করবে।
৪| ২৫ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: আপনার উচিৎ বিশ্বের বড় বড় কবিদের কবিতা পড়া।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০২৩ ভোর ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতায় সাধু-চলিত মিশ্রণ রয়েছে।