নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

প্রেমের প্রলাপ

২৬ শে মার্চ, ২০২৩ রাত ১২:৩৬



অনেক ভালবাসার পর একদিন ঘৃণা আসে মনে
সেই সব ঘৃণা কেউ রাখে না যতনে
তবু ভালবাসা চায় তবু সেই ঘৃণা --
বাঁচিতে পারেনা মানুষ এইসব বিনা।
যত প্রেম তত তার অবহেলার স্বাদ
বুকে বাজে নির্জনে অসীম অগাধ।
আমি সেই প্রেম আর ঘৃণার অনল
বুকে নিয়ে জ্বলিতেছি, পিপাসার জল
খুঁজিয়া ফিরিতেছি ধরনীর পরে
কোনো প্রেম নাই আজ পৃথিবীর কোনো সংসারে।

আকাশের আলো আজ নিভে গেছে ব্যাথার আঁধারে
বেদনার ম্লান মুখ দেখি সারে সারে
ঝরে গেছে সব পাতা বেদনার ঝড়ে
সব ফুল মিশে গেছে মাটির ভিতরে
ক্লান্ত অবসাদে সমস্ত হৃদয়
ধুসর চোখে শুধু জেগে থাকে ভয়!
আমি সেই বেদনার পথ খুঁজে খুঁজে
চলিতেছি অন্তিমে দুনয়ন বুজে
পৃথিবীর গহীনে শুধুই হাহাকার
অঢেল প্রেম তুমি খুঁজে দেখ পাবেনাকো আর।

হাজার মানুষের ভীড়ে যদি কোনো একজন
ভুল করে দিয়ে ফেলে অপূর্ণ মন
তারপর হলুদ পাতার মত ঝরে
বেদনার ক্ষত নিয়ে মাটির উপরে
নির্জন অন্ধকারে করে হাহাকার
নিঃসীমে হারিয়ে যায় হৃদয় তাহার -
তখন পৃথিবীর কোনো মমতা
বুঝিবে না হৃদয়ের সেই ব্যাকুলতা
বুঝিবে না সেই সব বেদনার ভার
খুঁজে দেখো, সেই মন ফিরে তুমি পাবেনাকো আর।

আজ এই পৃথিবীতে জমে আছে অনেক আঘাত
অনেক প্রেম ঝরে গেছে, বিষন্ন রাত
জেগে রয় সকল সময় উদ্ভ্রান্তের মতো
প্রাণে প্রাণে বেড়ে যায় বিরহের ক্ষত
অনেক ক্রন্দন বাতাসের সুরে
ভেসে যায় অবিরাম দূর থেকে দূরে
সেই সব ব্যাথা ভরা বিরহের দিন
স্বপ্নের মতো আসে শব্দ বিহীন।
আজ আর পৃথিবীর সতেজতা নাই
আজ স্বপ্ন- প্রেম- ভালবাসা হারিয়ে গেছে তাই।

অনেক জ্বলার পরে ঝরে গেছে যেই সব তাঁরা
সেই স্থান দখল করে নিয়েছে ব্যাথারা,
অন্ধকার পথে পথে হেঁটে যে পথিক
ক্লান্ত অবসাদে হারায়েছে দিক-
অন্তেষ্টিক্রিয়া তার হয়ে গেছে শেষ
এখনো বেদনার অশ্রুর কাটে নাই রেশ
সেই সব মানুষের ব্যাথা ভরা প্রাণ
অনাগতকাল গায় শূন্যতার গান
এখনো পৃথিবীতে যেটুকু আশা
রয়ে গেছে অবশেষ সেটুকু নেই ভালবাসা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: এটা কিছুতেই প্রেমের প্রলাপ নয়। অসুস্থ ও জ্ঞানহীন মানুষের প্রলাপ।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ৮:৪৬

আমি আগন্তুক নই বলেছেন: পাগলের কথাকেই প্রলাপ বলে। নিজেকে জ্ঞানী ভাবাটা মুর্খতা। তবে আপনি নিশ্চয়ই সাহিত্যে নোবেল পুরষ্কার পাবেন।

২৮ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫১

আমি আগন্তুক নই বলেছেন: আপনার মনে শব্দ জ্ঞান খুব দুর্বল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.