নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের দেশে

৩০ শে মার্চ, ২০২৩ রাত ১:১৬

রূপকথার দেশে আমি আজও সেই পথে পথে হাঁটিতেছি একা
কত কি রয়েছে সেথা ছড়ানো ছিটানো তার নেই লেখাজোখা
পুরানো ছড়ানো এক বহুযুগ আগেকার রাজার প্রাসাদ
হাতির মূরতি-দ্বারে স্থীর রয়েছে আজও চকচক করে তার দাঁত
ঘোড়ায় চাপিয়া সেথা সৈন্য দল লাইন ধরে করে যাওয়া আসা
কি কথা বলে তারা দূর হতে তাহাদের কথা আমি শুনি ভাসা ভাসা।
রাজকন্যা আজও সেই প্রাসাদের মাঝে- ঘুমিয়ে আছে অবিরল
দুই চোখ বেয়ে তার ঝর্ণার মতো আজও ঝরিতেছে জল।
কোনো এককালে পঙ্খিরাজ ঘোড়ায় চেপে সুদর্শন রাজার কুমার -
এইখানে এসেছিলো - ভালো তারে বেসেছিল -তারপর আসেনি কো আর।
এখনো সেই সব দেশে সন্ধ্যার শেষে রাজকন্যা মেলে তার চোখ
দেখে হলুদ নদী- বয়ে চলা নিরবধি সন্মুখে ঢাকা নিরালোক,
পাতালপুরীতে তার ইচ্ছে হয় নামিবার নেমে যায় পরীর মতোন
এখন আর কভু তার প্রেমেতে পরিবার ইচ্ছে হয় না মনে বোকার মতন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: আপনার উচিৎ অন্যদের লেখা পড়া। মন্তব্য করা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.