নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

এই দেশে

৩১ শে মার্চ, ২০২৩ রাত ১:২৯

অনেক কবি আছে এইখানে, অনেক -- অনেক কবি
বাংলার সকলেই কবি, কথায় কথায়-গানে গানে আঁকে এই বাংলার ছবি
বসে বসে পান খায়- একজন দুইজন আরও বহু জনে
কথা কয়, সহজসরল কথা- রূপকথা বলে যেন আবেগের মনে
যেইজন জানেননা লেখাপড়া- কোনোদিন একটি বর্ণও লেখেনাই হাতে
পড়ে নাই কোনো বই, সে-ও কাব্য বলে, গান গায়, রূপকথা বলে প্রতি রাতে
যেই চাষি মাঠে মাঠে পাকা ধান কাটে ফসলের ঘ্রাণে তার গান ভাসে প্রাণে
যে শিশু হামাগুড়ি দিয়ে হাটে শিশিরের মত যার মন, সে-ও ছড়া জানে
মাঠে মাঠে শস্য ফলিয়া রয় ডালে ডালে ফল ফুল পাখি
অনাগতকাল যেন ছড়ায়ে ছিটায়ে থাকে কবিতার আবরণে থাকে সব ঢাকি।
বাংলার বুকে যেন পরতে পরতে সদা কবিতারা করে বিচরণ
মুখে মুখে মিঠে গানে- তালে তালে- কবিতার আহ্বানে কিংশুকে ভরে থাকে মন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২৩ ভোর ৫:২১

বাকপ্রবাস বলেছেন: এই বাংলায় কবিতা আর ছন্দে
সকলে আছে মিশে ভাল আর মন্দে

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

২| ৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫৭

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশের হাওয়াটা এমনি। এখানে কবি জন্মে পথে প্রান্তরে। স্বভাব কবির দেশ বাংলাদেশ।

০১ লা এপ্রিল, ২০২৩ রাত ১:৩৩

আমি আগন্তুক নই বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে।

৩| ৩১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৭

রাজীব নুর বলেছেন: আপনি আগে বিশ্বের সেরা কবিদের দশ হাজার কবিতা পড়ুন। তারপর কবিতা লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.