নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের রাত

০২ রা এপ্রিল, ২০২৩ রাত ১:১৮



ঘুম-অনেক ঘুম,- ঘুম ভরা চোখ
চোখ বুজে অন্ধকারে দেখি বিশ্বলোক
যখন ঘুমায়ে পরি- মাথার কাছে
দেখি একা চুপিচুপি স্বপ্ন বসে আছে।
আমাকে দেখায় তার সমস্ত জগৎ
অযোধ্যা কাশি নয়, নয়তো মগধ
সে এক নতুন রাজ্য, অধরা অবাস্তব
পরাবাস্তু আপছা আলো কল্পনায় সব।
শিলা ক্ষোদিত প্রাসাদ প্রাগৈতিহাসিক
মস্ত মস্ত থাম তার প্রস্থ অস্বাভাবিক
প্রকাণ্ড গম্বুজ এক ভৌতিক প্রান্তর
পাথরে ক্ষোদিত সেনা প্রাচীরের ভিতর।
নিস্তব্ধ সুনসান আধার কক্ষে
মোমের প্রদীপ জ্বলে পাষানের বক্ষে
কোনকালে অপহৃত রাজার কন্যা
পালঙ্কে শুয়ে আছে- রূপেতে অনন্যা
মোমের মতো তার শরীরের আলো
প্রাসাদে বিক্ষিপ্ত হয়ে বাহিরে ছড়ালো।
নিস্তেজ হয়েছে তার সমস্ত শরীর
শাদা শঙ্খের মতো দেহ তার-যেন সাদা ক্ষীর।
নির্জীব হয়েছে তার কামনার দেহ
ছুঁয়ে ছেনে দেখে নাই কোনোদিনও কেহ
কোনোদিনও কেউ এসে বাসে নাই ভালো
জীবন শুধু তার বিষাদে হারালো
কোনোদিনও রাজকুমার করেনি উদ্ধার -
রাজকুমার চলে গেছে আসিবে না আর।

আর এক নতুন দেশে স্বপ্ন গেল উড়ে
আমাকে দেখালো নিয়ে সমূদ্রের তীরে
জাভা সুমাত্রা কিম্বা মালয় উপদ্বীপে
হাওয়াই কূলে কিম্বা উত্তমাশা অন্তরীপে
বিশাল জাহাজের সুউচ্চ মাস্তুল
তবুও কেন তার হলো দিক ভুল।
জাহাজের মাঝে এক রূপসী বনিতা
সদাই মায়াবী প্রেমের করে সে ভনিতা
অঙ্গ তাহার বিকশিত কামনার ফুল
তরঙ্গের মত দোলে সব উপকূল
তাহার শরীর আর শরীরের স্বাদ
বিশাল সমূদ্রের মতো অনন্ত অগাধ -
তবুও তাহার বুকে গোপন পিপাসা
রয়েছে চাপা পড়ে - যেই ভালবাসা
একদিন ধুয়ে গেছে সমূদ্রের জলে
বিবর্ণ হয়েছে- পরে মনের কবলে
ভালো তারে বাসে নাই যেই রিক্ত মন
তাঁহাকে দিয়েছে সে সব বিসর্জন।
সমূদ্রের মত ভরা গভীর অতল
তাহার বুকে আছে বেদনার জল।
এমন স্বপ্ন আসে আবছা অন্ধকারে
কি এক ভাবনা মোর মাথার ভিতরে
খেলা করে ঘুম ঘোরে, ঘুমের ভিতর
ঘুম ভেঙে গেলে স্বপ্ন আসে নাকো আর।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৫

আলমগীর সরকার লিটন বলেছেন: একটু বড় হয়েছে কবি দা

০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১:২৬

আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০২ রা এপ্রিল, ২০২৩ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: অন্যের লেখা পড়ুন। মন্তব্য করুণ।
যেহেতু আপনি কবি তাই আপনার মন হবে উদার। সংকুচিত নয়।

০৩ রা এপ্রিল, ২০২৩ রাত ১:২৬

আমি আগন্তুক নই বলেছেন: আমি কবি নই, আমি পাগল। এগুলো সব পাগলের প্রলাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.