![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
যাহা কিছু দিয়েছি তারে
না হলেও তাহা একেবারে
ক্ষুদ্র তুচ্ছ নয় তাহা ফেলিবার মত,
অমৃত না হলেও তাহা জানি
হৃদয়ের গভীর হতে আনি
নিংড়ায়ে দিয়েছিলাম ভালবাসা যত।
পথে পথে চলিতে জীবন
সঞ্চিত করেছে এই মন
আপন মনে সেই সব জমানো ফসল
তার তরে সবটুকু ঢালি
সঞ্চিত পাত্র করে খালি
দিয়েছিলাম মনে প্রাণে তারে অনর্গল।
তবু তার হৃদয়ের আশা
অফুরন্ত মনের পিপাসা
মিটাতে পারিনি আমি জানি কোনোদিন
তাই সে নির্দয়ের মতো
আমার হৃদয় করে ক্ষত
অজানা পথের মাঝে হয়েছে বিলীন।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: প্রতিদিন একটা করে কবিতা লিখছেন।
একদিন কবিতা নিয়ে একটা পোস্ট দিবেন।
কবিতা বলতে আপনি কি বুঝেন?
কোন কবির কবিতা আপনার ভালো লাগে।
কবিতা নিয়ে আপনার ভবিষ্যৎ পরকল্পনা কি।
বাংলাদেশে কবিতার ভবিষ্যৎ কি ইত্যাদি বিষয় গুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা তুলে ধরবেন।