নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

কাব্যসুন্দরী

০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১:২২



হে রূপবতী রসবতী কবিতাসুন্দরী
মায়াময়ী প্রেমময়ী নিভৃত-গুঞ্জরি
হৃদয়ের বাসনা তুমি মর্ম অনুভব
মনের সৃজনে তোমার জগতে উদ্ভব।
কিশোর হৃদয়ে মম, তব ক্ষুদ্র ভ্রূণ
ধীরে ধীরে প্রকাশিলে আপনার গুণ।
মাঠে ঘাটে ফলে ফুলে তোমার বিকাশ
পথ চলা মাঝে যত হাসি দীর্ঘশ্বাস
সকলি নিপুন রূপে রাখো বক্ষ মাঝে
তোমার মাধুর্য সবার কন্ঠ ভরে বাজে।
হে প্রেয়সী, তুমি কল্পলোক রানী
জগৎ মোহিত করো হয়ে মধুর বাণী
রূপে রসে প্রেমে পূন্যে সুন্দর প্রকাশে
মনের প্রফুল্ল আনো সুকোমল ভাষে।

তুমি মোর যৌবনা প্রেমের প্রকাশ
অনন্ত ভাবপূর্ণ সুদীপ্ত আকাশ
তৃষ্ণার সুধাবারি অতল সাগর
সমীরণ বয়ে চলা কুসুমিত ভোর।
সারা অঙ্গে মনেপ্রাণে অঙ্গীভূত হয়ে
রয়েছ অর্ধাঙ্গী হয়ে মোর সত্তা লয়ে।
মোর কন্ঠ পরে তব স্বর্ন সিংহাসন
বসিলে সেথা তুমি, বিচিত্র বচন
স্বর্গ হতে নেমে আসে বীণার ঝংকারে
আপনি ছড়িয়ে পড়ে সুপ্ত চারিধারে।
চারিদিকে জেগে ওঠে রূপ রস গন্ধ
শব্দ স্পর্শ অনুভূতির প্রগাঢ় ছন্দ।
মোর সত্তা মিশে যায় হেন চরাচরে
প্রকৃতির প্রেম যেন বুকের ভিতরে
রূপ মাধুর্য পায় হৃদয় প্লাবিয়া
মানসী হয়ে ওঠো কল্পনা ছাপিয়া।

কতো দিন হয়ে গেলো অন্তর হতে
কোথা তুমি চলে গেলে ভাব হীন স্রোতে
আমার জীবন আজ বেদনা বিষাদে
নিষ্ফল মথা কুটে মরে আর্তনাদে।
তাই আজ তুমি হীন হে কাব্যরূপসী
আমার জীবন যেন আলোকহীন শশী
তুমি হীন আমি যেন প্রাণহীন দেহ
গন্ধহীন পুষ্পসম,- নিরাসক্ত স্নেহ।
ফিরে এসো অনুভুতির ভাবের মুরতি
নিভৃতে বসে তব কাব্য মালা গাথি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৬

আমি আগন্তুক নই বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ০৬ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: ব্লগে অন্যদের লেখা পড়ুন। মন্তব্য করুণ।

০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৫৭

আমি আগন্তুক নই বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.