| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আগন্তুক নই
পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের
সব আশা ভেঙে গেলে তারপর মন
নতুন নতুন আশার করে আয়োজন।
যে নদী ফুরায়ে যায় শুকায় চরায়
সেও ফের গতি পায় সুফলা ধরায়।
মোর আশা ভেঙে গেছে--হৃদয়ের সাধ
মিটে নাই কোনো কালে, শুধুই আঘাত
এসেছে ফিরে ফিরে অন্তর মাঝে
নিষ্ফল হতাশায় সকল কাজে।
তবুও হৃদয়ে অমৃতের স্বাদ
পাব বলে নির্ঘুম কাটে শত রাত,
আসিবে স্বপ্নে ভরা সতেজ সকাল
এমন আশায় আমি আছি বহুকাল।
২|
২৩ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক।
৩|
২৩ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতাটি ভালো লাগলো।
৪|
২৪ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪১
বিজন রয় বলেছেন: ব্লগে কম আসি তাই আপনার ব্লগে আগে আসা হয়নি। এখন দেখলাম আপনি অনেক কবিতা পোস্ট করেছেন। আমি কবিতা খুব খুব পছন্দ করি। তাই আপনার ব্লগে এসে ভাল লাগল।
আপনার এই কবিতাটি পড়লাম। হতাশা ভুলে আশা আর স্বপ্ন দেখার কবিতা।
তবে একটা ব্যাপার খটকা লাগল। সাধু আর চলিত ব্যাবহার করেছেন। জানিনা আপনার ব্যাখ্যা কি।
সময় পেলে আবার আসবো আপনার কবিতা পড়তে।
ভাল থাকুন।
অনেক অনেক শুভকামনা।