নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেনো রে এতোদিন পরে জাগিয়া উঠিল প্রাণ।

আমি আগন্তুক নই

পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের

আমি আগন্তুক নই › বিস্তারিত পোস্টঃ

আত্মহনন

২৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১



একদিন মনে তার হয়েছিল সাধ
'কারো কাছে বুক ভরা পেয়েছে আঘাত'
তাই সে চুপিচুপি রাতের আঁধারে
বন্ধন ছিড়ে-মুছে এসেছে বাহিরে।
অন্ধকার আকাশে একফালি চাঁদ
ঝিমায় ঘুমঘোরে একা সারারাত,
এমন নিঝুম রাতে লুকানো সে আশা
মিটায়ে দিতে চায় সব ভালবাসা।
নিশুতি অন্ধকারে অশ্বত্থের কাছে
চলিয়া গেল সে দ্রুত এক শ্বাসে
সব মায়া ছিন্ন করে কন্ঠে দিল ফাঁস
মিটে গেল জীবনের সব দীর্ঘশ্বাস।
আজ সে ঘুমায় পরে মর্গে'র ঘরে
কেউ ব্যাথা দেয় না এখন তাহারে।

একদিন সাধ ছিল, পরিপূর্ণ আশা
বুক ভরে জমে ছিল, নিখুঁত ভালবাসা
দিয়েছিল দ্বিধাহীন আপন খেয়ালে
যতটুকু ছিল প্রেম যৌবনের কালে।
তারপর ধীরে ধীরে প্রেমের হিসাব
গরমিল হয়ে গেল, বেড়ে গেল চাপ।
ঋণ তার বেড়ে যায় শুধু খায় ধোকা
জগৎ-সংসারে বনে যায় বোকা।
একদিন প্রিয়জনের অপ্রিয় হয়ে
বাঁধন খুলিয়া গেল প্রেম গেল ক্ষয়ে
যে ছিল অন্ত-প্রাণ তাহার ঘৃণা
সহিতে পারিলনা, সেই প্রেম বিনা
সমস্ত অন্ধকার পৃথিবীর পরে,
প্রেম তার চলে গেল দূর থেকে দূরে....
তাই তার বাঁচিবার মুছে গেল সাধ
এখন বুকে তার শান্তি অগাধ
ঘুমিয়ে রয়েছে সে কফিনের মাঝে
শীতল শান্তি নিয়ে বরফেতে ভিজে।

অনেক সাধ ছিল জীবনে তাহার
অনাবিল শান্তি আর সুখের সংসার
করিবার তরে তার বুকে ছিল আশা
তবু তার বুকে কেন জমিল কুয়াশা
পুত্র কন্যা সবই ছিল, ছিল সঙ্গিনী
তবু তার মনে ছিল দুঃখ চিরদিনি
বুঝিতে চাহেনা কেউ তাহার বেদন
বুকে তার জমে ছিল চাপা ক্রন্দন
প্রেম তার চলে গেছে যেই ক্ষণে দূরে
বিভেদ বিচ্ছেদ যেন কর্কশ সুরে
ভেঙে দিল ঠুনকো কাঁচের দেয়াল
সম্পর্ক হয়ে গেল বিদ্ঘুটে ঝাল।
নিজ ঘরে পরবাসী যেন বনবাসী
কোথায় হারিয়ে গেল মধুমাখা হাসি।
যখন সে হয়ে গেল নিঃসঙ্গ একাকী
বেঁচে থাকার আশা আর থাকল না বাকি।
তাই সে পালিয়ে গেল অসীম আঁধারে
শান্তিতে ঘুমায় এখন মর্গের ঘরে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০৩

শায়মা বলেছেন: তোমার লেখায় জীবানান্দের ছায়া পাওয়া যায় ভাইয়া।

২| ২৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: কবতারা পাশাপাশি অন্য কিছু লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.