![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি রজনী তোমাকে উৎসর্গ করলাম,
স্নিগ্ধ ভোর আসবে তারপর।
আকাশে আকাশে সাদা মেঘ,
ঝিঁরি ঝিঁরি বাতাস।
দুমড়ে মুচড়ে ফেলা ভালোবাসা
চাষ হবে তোমার উর্বর শরীর জুড়ে ।
তপ্ত বুকের নিষ্ঠুর মৌনতায়
তোমার আমার প্রাণের মিলন।
অতঃপর...
তুমি ফিরে এসো
বিবর্ণ-গোধূলীর শেষে,
আজ আমার শরীরে লাশের গন্ধ অস্থিমজ্জায় বাসা বেঁধেছে মৃত্যু।
আমি আর তোমার আকাশ চাইবো না।
তুমি ফিরে এসো
শ্রাবণের বৃষ্টিভেজা রাতের প্রহর শেষে,
আমি আর তোমার ভালবাসা চাইবো না।
আমার একাঙ্গী প্রেম...
©somewhere in net ltd.