![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি রজনী তোমাকে উৎসর্গ করলাম,
স্নিগ্ধ ভোর আসবে তারপর।
আকাশে আকাশে সাদা মেঘ,
ঝিঁরি ঝিঁরি বাতাস।
দুমড়ে মুচড়ে ফেলা ভালোবাসা
চাষ হবে তোমার উর্বর শরীর জুড়ে ।
তপ্ত বুকের নিষ্ঠুর মৌনতায়
তোমার আমার প্রাণের মিলন।
অতঃপর তুমি আর আমি,
অভিসারে একান্তে নির্জনে
মায়াবী ঠোঁটের উন্মাদ শিহরণে।
....................................................
অতঃপর তুমি আর আমি
©পার্থ সারথী রায়
©somewhere in net ltd.