|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 

হংস বলাকা বল
মুক্ত বিহঙ্গে পাখা মেলে তুমি
কতনা নিত্যে চল।
মুক্ত আকাশ নির্মল বাতাস
দু চোখ যেদিকে যায়
আহা কি আনন্দ আহা কিরে সুখ
উড়ন্ত পাখনায়।
তাই দেখে নরে কষ্টেতে মরে
সৃষ্টির শ্রেষ্ট মানব হায়
তুমি কি জাননা বিহঙ্গর সৃষ্টি
শুধু তোমারি উসিলায়।
ওরে ও মানব ব্যাগ্র দানব
খাই খাই শুধু খাই খাই
আষট্টি হাজার মাখলুকাত কে খোঁদা
 দিয়েছেন মানব সেবায়।
অলস মানুষ পরাধিনতায়
বিবেক গিয়েছে মরে
তাইতো সৃষ্টির এতটুকু দেখিয়া
কেবল হা-হুতাশ করে।
ভাগ্য ভাগ্য কেবলি কি ভাগ্য
তাই ভেবে বাচিবার?
খুজিনা কুরআন রাসুলের বাণী
দেখিনা যাচি একবার।
অথচ ভাবো জগতে যারাই
 হয়েছে মহিয়ান
তারাই যেচেছে চেষ্টা ছাড়া
নাহি কিছু  অর্জন।
 ৮ টি
    	৮ টি    	 +৩/-০
    	+৩/-০২|  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:০০
০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:০০
পার্থিব লালসা বলেছেন: এইতো ভ্রাতা
প্রমান তো আপনিই দিলেন 
“অর্থাৎ বিহঙ্গ যা করে তা অন্তত কবিদের কাজে লাগে”
কবিদের কাজে লাগে অরথাত কবিরা তো মানুষ
আর হংস তো তারি সেবায় কোন না কোন ভাবে নিয়োজিত
আপনার মন্তব্যে অনুপ্রানিত হলেম
৩|  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:২৭
০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:২৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো অর্থবোধক লেখা। +++
  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:৩৫
০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:৩৫
পার্থিব লালসা বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হয়েছি 
৪|  ০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:২৮
০৮ ই জুন, ২০১৭  সকাল ১১:২৮
ধ্রুবক আলো বলেছেন: প্রতিউত্তর দিন এই সবুজ তীর চিন্হ তে ক্লিক করে
প্রতিউত্তর দিন এই সবুজ তীর চিন্হ তে ক্লিক করে
 
  ১০ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৫
১০ ই জুন, ২০১৭  সন্ধ্যা  ৬:৪৫
পার্থিব লালসা বলেছেন: ওকে
৫|  ০৯ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৮
০৯ ই জুন, ২০১৭  দুপুর ২:৩৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মান উত্তীর্ণ।
  ০৯ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৪
০৯ ই জুন, ২০১৭  বিকাল ৩:৪৪
পার্থিব লালসা বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রানিত হয়েছি
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৭  সকাল ১০:০৬
০৮ ই জুন, ২০১৭  সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: অথচ যে জানেনা বিহঙ্গর সৃষ্টি
শুধু যে তারি তরে।
যদি তাই হবে তাহলে কবি এভাবে কবিতা লিখল কিভাবে!!
অর্থাৎ বিহঙ্গ যা করে তা অন্তত কবিদের কাজে লাগে।
আপনি এত কম লেখেন কেন?