|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
রাতের আঁধার, তমিস্রা, অন্ধকার মানুষ বস্ততই অবজ্ঞার চোখে দেখে থাকে
অথচ রাতের আঁধারই মানুষকে সবচেয়ে বেশি শান্তি দিয়ে থাকে..পার্থিব লালসা
আপন ইচ্ছায় কেউ যেমন বাঁচতে পারে না তেমনি
আপন ইচ্ছায় কেউ মরতেও পারে না...পার্থিব লালসা
কেউ হারালে তাকে খোঁজে পাওয়া যায়
কিন্ত কেউ নিজেকে আড়াল করলে তাকে আর খোঁজে পাওয়া যায় না...পার্থিব লালসা
অধিক দুঃখে মানুষ যেমন কাঁদতে পারে না
তেমনি অধিক সুখেও মানুষ  হাসতে পারে না
বস্তত অধিক সব কিছুই খারাপ...পার্থিব লালসা
 ৩ টি
    	৩ টি    	 +১/-০
    	+১/-০২|  ১৬ ই জুন, ২০১৭  বিকাল ৩:২৯
১৬ ই জুন, ২০১৭  বিকাল ৩:২৯
প্রামানিক বলেছেন: অধিক দুঃখে মানুষ যেমন কাঁদতে পারে না
তেমনি অধিক সুখেও মানুষ হাসতে পারে না
বস্তত অধিক সব কিছুই খারাপ..
চরম সত্য কথা। ধন্যবাদ
৩|  ১৭ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৯
১৭ ই জুন, ২০১৭  দুপুর ১২:২৯
চলব আমি নিজের আলো ধরে বলেছেন: ভাইয়ুমনিইইইইইইইইইইইইইইইইইই!!!!!!!!!!!!!!
পোস্ট পড়ে মরে গেসি!!!!!!!!!!!!!
অক্কা!!!!!!!!!!!!!
হায় হায় হায়!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৭  দুপুর ২:৩০
১৬ ই জুন, ২০১৭  দুপুর ২:৩০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , কথাগুলি মুল্যবান ,
প্রত্যেক বক্তব্যের সাথে... নুর , এর শানে নযুল টা জনতে পারলে ভাল লাগত ।
শুভেচ্ছা রইল