![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সত্ত্বা আজন্মা ভালবাসা তৃষ্ণা নিয়ে সুখে মরে যায়, অবিশ্বাসের কটাক্ষে। নিজেকে এখনও আমি জানতে পারিনি না পেরেছি চিনতে। আমি মুক্ত বিহঙ্গ এক অপরিচিত মানব।
সবাই শুভেচ্ছা নেবেন। আমার নাম টা নতুন মনে হলেও ব্লগে আমি নতুন নই। আগে আমার একটা নিক ছিল এই ব্লগে, পারভেজ উদ্দিন হ্রদয় এই নামে কিছুদিন নিয়মিত ছিলাম, তারপর হঠাৎ একদিন দেখি আর কিছুতেই log in হচ্ছে না, তারপর সামু বলল নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। ই-মেইল দেখি কোন লিংক ই আসে নাই, তারপর বাধ্য হয়ে ফিরে এলাম অন্য নামে।
২| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন: ওয়েলকামব্যাক
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩২
অপরিচিত মানব শুণ্য বলেছেন: welcome
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩
অপরিচিত মানব শুণ্য বলেছেন: welcome
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩
অরুনি মায়া অনু বলেছেন: আমিও বিষয়গুলো নিয়ে চিন্তায় থাকি, কারণ আমি নাম হারাতে চাইনা।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
প্রামানিক বলেছেন: অভিনন্দন।