নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

শিক্ষাই পারে সোনার বাংলা গড়তে,,,,,,

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:২৯

শিক্ষা হলো জাতির মেরুদন্ড, আর শিশুরা হলো জাতির ভবিষ্যৎ।

একজন শিশু তখনি একটা দেশের ভবিষ্যৎ হতে পারে যখন সে শিক্ষার আলোতে আলোকিত হয়ে দেশ এর জন্য কাজ করবে।
আমাদের দেশ এর একটা বড় অংশ এখনও অশিক্ষিত। তাই আমাদের দেশ এর ৬৪ জেলার থেকে মাত্র ৭ জেলা নিরক্ষরমুক্ত।
সরকার এর কাছে আমার আবেদন, আপনি পথ শিশুদের জন্য শিক্ষা, বাসস্থান ও খাবার এর ব্যবস্থা করেন। ওদেরকে শিক্ষিত হয়ে দেশ এর ভবিষ্যৎ হতে সাহায্য করোন। সোনার বাংলা সেদিন হবে যেদিন দেশ এর সকল মানুষ শিক্ষিত হয়ে সোনার বাংলা গড়ার কাজ করবে।
শিশুরা হলো জাতির ভবিষ্যৎ তাই আমাদের সকল এর উচিৎ সকল শিশুকে শিক্ষা গ্রহণ করার সুযোগ দেয়া।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০০

রক্তিম দিগন্ত বলেছেন:
এই আবেদনটা আমাদের সকলেরই।

২| ২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৪

Parves Rahman বলেছেন: আশা করি একদিন কাজ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.