নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

হাজার যুবক এর পক্ষ থেকে সবার জন্য শিক্ষার বার্তা,,,,,

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

আমাদের দেশ এ শহর এর শিক্ষার হার এর তুলনায় গ্রাম এর শিক্ষার হার অনেক কম। কারণ শহরে শিক্ষা গ্রহণ করার সুবিধা গ্রাম থেকে অনেক বেশি।
বেশির ভাগ গ্রাম এর স্কুল এ শিক্ষা ব্যাবস্থার মান অনেক খারাপ। অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে শিক্ষকগণ নিয়মিত আসে না, সময় মত ক্লাশ হয়না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এর অবস্থা এতই খারাপ, যে কোন সময় একটা বিপদ হতে পারে।
তাই গ্রাম এ শিক্ষার হার অনেক কম। গ্রাম এর মানুষ গরিব থাকাই সবার পক্ষে শহর এ গিয়ে পাড়ার সুযোগ পাই না, অনেক আছে যারা অনেক বেশি গরিব হওয়ায় শিশু শ্রম এর দিকে চলে যায়।
আজ যুব দিবস,
এই যুব দিবস এ আমি বাংলাদেশ এর হাজার হাজার যুবক দের পক্ষ থেকে সরকার এর কাছে এই আবেদন করি, গ্রাম এর শিক্ষার প্রতি নজর দিন, যাতে গ্রাম এ প্রতিটি শিশু একটা ভাল মানের সাথে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে। বাংলাদেশ এর কোন শিশু যাতে শিক্ষার আলোর বাইরে না থাকে।
তাহলে এরা সু-শিক্ষিত হয়ে দেশ এর উন্নয়ন এ ভাল ভূমিকা রাখবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৩:৫০

রক্তিম দিগন্ত বলেছেন:
সরকারের সাথে সাথে গ্রামবাসীরও শিক্ষার মর্মটা বুঝতে হবে। না হলে তো পদক্ষেপ নিয়েও লাভ নেই।

২| ০২ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৫

Parves Rahman বলেছেন: হা, তাদের কে বুঝাতে হবে, এই জন্য সরকার এর সাথে আমাদের সবাই কে কাজ করতে হবে। সবাই কে শিক্ষার ব্যাপারে সচেতন করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.