নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

দায়িত্ব এর জন্য পদ, প্রশংসা করার জন্য না,,,,,,,,,

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

হালিমুননেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ভালুকার একটা শিক্ষা প্রতিষ্ঠান। ভালুকা বাজার থেকে বিদ্যালয় যওয়ার ৩ কিলোমিটার রাস্তা অনেক খারাপ অবস্থা। ছাত্রীরা অনেক অসুবিধা হয় এই রাস্তাই। অনেক বার দায়িত্বশীলদের বালার পর ও কোন কাজ হয় নাই। পরে প্রাধন শিক্ষিকা আনোয়ারা নিনা ছাত্রী দের থেকে টাকা নিয়ে ইট কিনে ছাত্রী দের নিয়ে ৩ কিঃমি রাস্তা মেরামত করেন। এই নিয়ে পরে অনেক সমালোচনা হয় সকল নেতাকর্মী, দায়িত্বশীল ও শিক্ষা অফিসার এর অনেক প্রশংসা পায় আনোয়ারা এবং ছাত্রীরা। কিন্তু কোন দায়িত্বশীল এবং শিক্ষা অফিসার এই নিয়ে তাদের দঃখ প্রকাশ করে নাই।
আমার মনে হয় এইকাজ এর জন্য শিক্ষিকা ও ছাত্রী দের প্রশংসা এর থেকে নিজেদের বেশি লজ্জিত হবার দরকার ছিল।
আমাদের দেশ এর দায়িত্বশীল দের এই অবস্থা এর কারণ এ দেশ এর এই অবস্থা। ওরা ভুলে গেছে ওদের কে জনগণ এর সেবা করার জন্য পদ দেয়া হয়ছে প্রশংসা করার জন্য না।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.