নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ এর যুবক দের প্রতি আমার আহ্বান।।।।।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

আমাদের দেশের জনসংখ্যার একটা ভার অংশ হলো যুব সমাজ। যাদের বলা হয় তরুণ । একটা দেশ এর উন্নতি অনেকাংশ নির্ভর করে দেশের যুব সমাজ এর উপর। বলা হয় তারুণ্য এমন এক শক্তি যা দিয়ে অনেক কঠিন কাজও সম্ভব। তাই পৃথিবীর অনেক বিপ্লব এসেছে তরুণদের কারণে। পৃথিবীর উন্নত দেশ এর একজন তরুণ এর শিক্ষিত হবার পর প্রথম ইচ্ছা থাকে একজন উদ্যোক্তা হবার, ২য় ইচ্ছা থাকে একজন উদ্যোক্তা হবার, ৩য় ইচ্ছা থাকে একজন উদ্যোক্তা হবার, ৪/৫ তম ইচ্ছা থাকে একজন উদ্যোক্তা হবার। পরে চাকরি করার। কিন্তু আমাদের দেশ এর তরুণরা পড়া- লেখার আগে থেকে টাকা কামান এর কথা ভাবে। শিক্ষিত হয় টাকা ইমকাম এর জন্য দেশ এর জন্য কিছু করার জন্য না। তাই আমাদের দেশ এত পিছিয়ে। তাই আমি যুবক ভাই দের বলতে চাই আস, সবাই দেশ এর উন্নয়নে এগিয়ে আসি, উদ্যোক্তা হয়, শুধু টাকা ইনকাম না, নিজেকে মানুষ এর মত মানুষ হবান জন্য দেশ এর ভালো এর জন্য শিক্ষিত হয়। অন্যদের শিক্ষিত হতে সাহায্য করি। কারণ সবার আগে দেশ, দেশের মানুষ। দেশ এর উন্নয়ন আমাদের উন্নয়ন। দেশ এর ইনকাম আমদের ইনকাম।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.