নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম পারভেছ। দেশ এর সকল শিশু কে শিক্ষিত দেখা, পথ শিশু দের খাবার, বাসস্থান ও শিক্ষিত দেখা। গরিব মানুষ এর বিপদে পাশে থাকা, এইটাই হলো আমার বড় আশা, আর আমি এর জন্য আমার দিক থেকে যা সম্ভব করার চেষ্টা করি। সবাই কে এই সব বিষয় এ সচেতন করার চেষ্টা করি।

Parves Rahman

শিক্ষাই পারে দেশ থেকে সকল প্রকার অন্যায়-অত্যাচার, খুন ও সন্তাস দূর করে দেশ কে এগিয়ে নিতে।

Parves Rahman › বিস্তারিত পোস্টঃ

শুধু নষ্ট-পল্লি তেই না, এই সব মানুষ দের কেও টাকা দেয়া দরকার।।।।।

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

প্রতিদিন বিকাল এ যখন বাসা থেকে বাইরে যাই, শুক্রবাদ এর ফুট-ওভার ব্রিজ দিয়ে রাস্তা পারহয় তখন দেখি ব্রিজ এর উপর কিছু বিছানার জিনিস পরে আছে যেমন বালিশ-ছেরা কাথা। পরে ধানমন্ডি ৩২ এর লেক এ ঢুকার সাথে সাথে দেখি অনেক শিশু হাতে লজেন্স এর কাগজ নিয়ে গুরছে, আর মানুষ এর কাছে গিয়ে বলে ভাই বা আপু একটা লজেন্স নেন ২ টাকার কেউ যদি না করে তাহলে বলে ভাই ২ টাকা দেন। এরা বেশি যাই couple এর কাছে, কিন্তু
বেশির ভাগই খালি আছে হাত গুলি, couple গুলি এমন ভাব নেই যেন তাদের কাছে টাকার অনেক অভাব, একটু পরে দেখবেন এই সব couple রাই পায়ে চালানু boat এ। এই নষ্ট পল্লী ( ধানমন্ডি লেক) তে এই টাকা গুলি দেয়া যাই, আর এই শিশু দের ২ টাকা দেয়া যাইনা। সেক্স এর জন্য Condom কিনা যাই আর শিশু দের ২ টাকা দেয়া যাইনা। মনবতা এরা প্রেম এই দেখাই। আমরা যে টাকা লেকে প্রতিদিন খারচ করি, একটু ভাবুন আমরা যদি প্রতিদিন এদের এক জন এক জন করে হেল্প করি তাহলে এরাও দেশএর সম্পদ এ পরিণত হত। আর এই ফুট-ওভার ব্রিজ এর মানুষ গুলি ঠান্ডাই কাপতনা। আমদের দেশ প্রেম শুধু cricket এর মধ্যে রাখা, ঠিক না।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.