![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"চিন্তা,মনন,মেধা,শক্তি আর ইচ্ছাই আনে পরিবর্তন" আপনার সুচিন্তিত যেকোনো মতামত পাঠাতেঃ https://www.facebook.com/mosiur2 ( ফেইসবুকের প্রতি আসক্তি থাকা হেতু , ব্লগে কিছুটা অনিয়মিত । :) ধন্যবাদ । )
আমার প্রিয় ছাত্রলীগ ভাইয়েরা,
গত প্রায় চার বছর আপনাদের যেই কার্যক্রম তাতে সরকার যদি নিরপেক্ষ হত এবং আপনাদের দলের না হত তাহলে এতদিনে আপনাদের “বাংলাদেশ ছাত্রলীগ” নামক যেই দল সেটি নিষিদ্ধ হয়ে যেত।
তাই আকুল আবেদন রইল আপনাদের জন্য যে আপনারা আর দায়িত্ব পালন করার প্রয়োজন নেই বরং আপাতত একটু যুদ্ধ বিরতি দিন। এবং মাঠ পরিহার করে নিজেদের এবং যেই দলের ছাত্র সঙ্ঘথন সেই দলটিকে তার লজ্জার হাত থেকে বাচান।
প্রিয় শিবির ভাইদের প্রতি,
ভাই সত্য এবং ন্যায়ের পথে থাকা সবচেয়ে বড় ইবাদত। আর আমাদের নেতা হলেন আমাদের মহানবী (সাঃ) কোন সাইদি বা নিজামি না। আর “যে অপরাধী তার শাস্তির বিধান করার সময় যাতে আমাদের মনে যাতে অনুকম্পা না হয়” তার নির্দেশনা তো সয়ং আল্লাহ তায়ালা দিয়েছেন। প্লিজ ভাই আপনারা এই ভুমির সন্তান আপনাদের রক্ত আমাদের কষ্ট দেয়। একটু বুঝুন এই মৃত্যু শহিদের মৃত্যু নয় এই মৃত্যু এক অপমৃত্যু যাকে ব্যাবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে।
প্রিয় পুলিশ ভাইদের প্রতি,
প্রথমে আকাশে তার পর পায়ে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে আপনাদেরকে। যদিও যখন আক্রমন হয় অপর পক্ষ থেকে পশুর মতন যখন প্রতিদিন তিন-চার জন পুলিশকে খালি হাতে পিটিয়ে হত্যা করা হয় তখন আসলে গুলি বুকে মারা ছাড়া কোন উপায় থাকে না। আপনারাও কারও পিতা বা ভাই বা সন্তান তাই আপনাদের উপর আক্রমনের হলে আমাদের বুকও কাদে এবং মনে হয় যে কেন গুলি চালালেন না? তবে যখন গুলি কারও বুকে বিধে এবং শিবিরের কেউ মরে তখনও কষ্ট লাগে বুকের মাঝে যে এই মানুষ গুলিও আমাদের ছেলে বা ভাই। তাই প্লিজ উচ্ছতম সহিঞ্চুতা প্রদর্শন করুন।
ভাই রক্তের গন্ধ দম নিতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে এক প্রকার। আমাদের চারিপাসে এরকম কষ্ট হয় । আমাদের মানবিকতা আসলে আজকে প্রস্নের সম্মুক্ষিন। আমরা এরকম একটি সময়ের জন্যতো স্বাধীনটা আনিনি। অনেক সমস্যা সমাধান করা যায় অনেক সুন্দরভাবে একটু বুঝিয়ে। এখন কিভাবে বুঝাবেন কিভাবে উপায় বের হবে আমি জানি না,জানতেও চাই না আমি জানি আমি বুঝি “আমি আর রক্ত চাই না” “রক্তের গন্ধে দম বন্ধ হয়ে আসে”
২| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
আতাউর রহমান অভি বলেছেন: হয়ত অনেকেই এখন আপনার বিরোধিতা করবেন ভাই , তবুও আপনি সত্য বলার সাহস দেখিয়েছেন । । ভাল লাগলো।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০
মোহামমদ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই। ইনারাও আমার মটামটি পরিচিত। জানেন আমাকে এবং বুঝেন বছর খানেক আমাকে দেখছেন. আমার কথা রাস্ট্র এবং নাগরিক চিনে। অবসশ্যই দল নয়।
৩| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
দখিনা বাতাস বলেছেন: জাতীয়তাবাদিরা এখণ গান্ধীবাদী হইয়া যাইতাছে দেহি। দেখলে কান্মাও আসে আবার হাসিও আসে। বেচারারা কি করবো, কই যাইবো। শ্যাম রাখি না কুল রাখি অবস্হা।
এ তো দেখি ৭১ এর মত কাহিনী, আওয়ামীলীগ এক দিকে, জামাত আরেক দিকে মাঝে পইড়া আছে মুসলিমলীগ।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
মোহামমদ মশিউর রহমান বলেছেন: হুম বুঝলাম। ধন্যবাদ. ভাল থাকবেন।
৪| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩
এনাম হক বলেছেন: f*** rajniti .... Go hell
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
মোহামমদ মশিউর রহমান বলেছেন: হাল ছেরে দিলে কি হবে ভাই?
৫| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
পলাতক আসামী বলেছেন: যারা এখন নিরপেক্ষ ভাবেন।কুনো দল করেন না। সব জিনিস কেই পলিটিক্স ভাবেন। তাদের ধিক্কার।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০০
মোহামমদ মশিউর রহমান বলেছেন: হুম জাতির জন্যই এটি দুরভাজ্ঞ।
৬| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
নেংটি ইদুর বলেছেন: যুদ্ধবিরতি বলতে কি বোঝাতে চাইছেন? দেশে কি গৃহযুদ্ধ চলছে?
শিবির সন্ত্রাস চালাচ্ছে আর পুলিশ তাদের হাত থেকে জনগনকে প্রোটেক্ট করছে। এর বেশি কিছু না। আর বিভান্তিকর "যুদ্ধবিরতি" শব্দটা মুছে দিন, নয়ত রিপোর্ট করব।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১১
মোহামমদ মশিউর রহমান বলেছেন: হুম বুঝলাম এখনো করেন নাই? নাকি মন্তব্যের পর করবেন
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
দায়িত্ববান নাগরিক বলেছেন: গান্ধীবাদীতে কাজ হবে না। এসব কথা বাদ দেন। শিবিরের পোলাপান কিরকম উগ্র হয়ে উঠেছে খেয়াল আছে?