নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ কথা বলে

মোহামমদ মশিউর রহমান

"চিন্তা,মনন,মেধা,শক্তি আর ইচ্ছাই আনে পরিবর্তন" আপনার সুচিন্তিত যেকোনো মতামত পাঠাতেঃ https://www.facebook.com/mosiur2 ( ফেইসবুকের প্রতি আসক্তি থাকা হেতু , ব্লগে কিছুটা অনিয়মিত । :) ধন্যবাদ । )

মোহামমদ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সাবাশ !! খালেদা জিয়া !! সাবাশ !! আজকেই আপনাকে রাজনৈতিক দলের নেতা মনে হয়েছে।

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬



আজকে প্রথমবারের মতন রাজনৈতিক দল মনে হয়েছে বিএনপিকে। হয়ত আমার সাথে একমত হবেন না সবাই। কারন বিশ্লেষণ পরে করব আগে বিএনপির চ্যেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে আসাকে স্বাগতম জানাই। দেশের এই ক্রান্তিলগ্নে দেশের রাজনীতির একজন মুরুব্বী হিসেবে তার দেশে থাকা খুবই প্রয়োজন ছিল এবং এত দিন তার অনুপুস্থিতি বিশেসভাবে পরিলক্ষিত হয়েছে।



যাই হোক গনহত্যা এবং প্রজন্মচত্তর এবং রায়ের বিষয়ে তার ভাষণ ছিল মুলত। তবে আজকে যেটি হয়েছে এই প্রথমবারের মতন তারা তাদের খোলস এবং মুখোশ থেকে বের হয়ে এসে অনেকটাই দেলোয়ার হসেন সাইদির মতন করে বলেছে যে জামাত আর বিএনপি একই মায়ের পেটের ভাই ।



বিএনপি এত দিনে আজকে দাড়িয়ে বাপের বেটার মতন বলেছে যে সে এই বিচার এবং এই জামায়াত এর উপর যেই চাপ প্রয়োগ করা হচ্ছে এবং গনহত্যা চলছে তা তিনি মানেন না এবং এরই ফলশ্রুতিতে তারা দুই দিনের হরতালের সাথে আরও এক দিন যোগ করে দুই ভাই মিলে মোট তিন দিন হরতাল দিলেন।



“যদি” “তবে” “কিন্তু” “এভাবে” “সেভাবে” এই শব্দগুলি ইনিয়ে বিনিয়ে বলে বেশ কয়েকদিন গা ঢাকা দিয়েছে এবং একেবারে যখন নির্বাচন সামনে এবং সরকার কিছুটা ব্যাকফুটে এই জামাত শিবির নিয়ে ঠিক তখনি মোচর দিলেন মাঠ থেকে এবং তাদের অবস্থান পরিস্কার করলেন।



তাই আজকে আসলেই তাদেরকে স্বাগতম জানাতেই হবে যে , অন্তত তারা চলে আসতে পারলেন একটি রাজনৈতিক দলের স্ট্যান্ডে যাদের একটি মত আছে কোন একটি জাতীয় বা নৈতিক অথবা রাজনৈতিক ঘটনার উপরে।



যাক নাটকের শেষ আমাদের জানা নাই। তবে আজ থেকে নাটক যে মারাত্মক ক্লাইমেক্স এর দিকে যাচ্ছে সেটার কোন সন্দেহ নেই।




মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০০

মোহামমদ মশিউর রহমান বলেছেন: যাক নাটকের শেষ আমাদের জানা নাই।

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:২৫

ওবায়েদুল আকবর বলেছেন: হ্যা খেলা শহর ভার্সেস গ্রাম। গ্রামে ইন্টারনেট নাই, ডিশ চ্যানেল নাই তাই গ্রামের মানুষকে উরুজ ধুরুজ বুঝানো সোজা এজন্যই বিএনপির এই কৌশল। এটদিন চুপ থেকে তারা যে ঘবেষণা করছিল এবার বুঝল মানুষ।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

মোহামমদ মশিউর রহমান বলেছেন: হুম আসলে সত্যি বলেছেন তবে এখনো বিস্বাস করতে কস্ট হচ্ছে।

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: BNP ekta jaroj dol. Thu thu dei jarojder mukhe.

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

মোহামমদ মশিউর রহমান বলেছেন: অসমর্থন রইল তাদের সিদ্ধান্তের প্রতি

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ২:৪২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
ম্যাডামের নিজস্য বলতে কিছু আছে? -
মোওদুধ ও মওদুদির অনুসারিরা তাকে যা লিখে দিছেন, উনি তাই বলেছেন।
আগে দিতেন নৈতিক সমর্থন, এখন দিলেন দৈহিক ...
উনি এখন শাড়ী খুলে জামাতিদের সাথে একাত্ব হয়ে গেছেন।

এসবকিছু দেউলিয়া রাজনিতীর একটা উদাহরন হয়ে থাকবে, দির্ঘদিন।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৭

মোহামমদ মশিউর রহমান বলেছেন: খুবই খারাপ ভাসা ব্যাবহার করছেন ভাই তবে আপ্নার স্পিরিটের সাথে "নইতিক সমর্থন " দিলাম।

৫| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:১৯

দুরন্ত-পথিক বলেছেন: @কালবৈসশাখীর ঝড় এর শব্দ চয়নে বোঝা যায় উনি কোন মানসিকতার।কোন সুস্থ মানুষ এই রকম করে কোন কথা বলতে পারেনা।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:১৪

মোহামমদ মশিউর রহমান বলেছেন: ভাই পোস্টের রিলেটেড কথা বলুন আর উনার শব্দ চয়নের বিরধিতা করেছি

৬| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬

মাহবু১৫৪ বলেছেন: ভাই, আমার কি মনে হচ্ছে জানেন?

উনি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরেন নি। এমনো হতে পারে উনার ঔষুধের প্রভাব বেশি পরেছে যার ফলে উনি পাগল হয়ে গিয়েছেন হয়তো

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৪৮

মোহামমদ মশিউর রহমান বলেছেন: হতে পারে ভাই। তবে আইসাও ত লাভ হইল না লস ছারা।

৭| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪৪

রুদ্র মানব বলেছেন: বিএনপি জামাত এক মায়ের পেটের দুই ভাই , মাগার দুইটাই জারজ

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:৫৬

মোহামমদ মশিউর রহমান বলেছেন: সেই বিসয়ে জানি না তবে ভাই সেটা নিসচিত।

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫১

যোগী বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: ভাই, আমার কি মনে হচ্ছে জানেন?

উনি হয়তো পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফেরেন নি। এমনো হতে পারে উনার ঔষুধের প্রভাব বেশি পরেছে যার ফলে উনি পাগল হয়ে গিয়েছেন হয়তো


সাথে কোকোর টাকা হারানোর যন্ত্রনা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:০১

মোহামমদ মশিউর রহমান বলেছেন: হাহাহাহা সহমত জানাইছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.