নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

আবারও ধরা হেফাজত....

২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

আবার ধরা খেলো হেফাজত.....

মাতুয়াইল ময়লা ডাম্পিং স্থান থেকে বস্তাবন্দি কংকাল, ৪টি মাথার খুলি এবং হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর থেকেই হেফাজতের সমাবেশ থেকে লাশগুমের বিষয়টি আবার সামনে চলে এসেছে। হেফাজত দাবী করছে সরকার হেফাজতের সমাবেশ থেকে যে লাশ গুম করেছিলো এগুলো সেই হেফাজতীদের লাশ তাতে কোন সন্দেহ নেই। আগবাড়িয়ে ইসলামী ঐক্যজোটের নেতারা সাংবাদিক সম্মেলন করে ফেলেছেন। তাদেরও জোর দাবী সরকার হেফাজতের সমাবেশ থেকে লাশ গুম করেছিলো এটাই তার জলজ্যান্ত প্রমাণ।

কিন্তু এখন আবার বিষয়টি অন্য দিকে মোড় নিতে শুরু করেছে। কংকাল পরীক্ষার পর যখন জানা গেছে চারটি লাশের দুটি লাশই মহিলাদের। প্রশ্ন উঠতে শুরু করেছে- তাহলে নারীরা কবে থেকে হেফাজতের সদস্য হওয়া শুরু করলো। শফী সাহেবরা কি হঠাত করে নারীবাদী হয়ে গেলেন না কি? মতিঝিলের সমাবেশে কতজন নারী হেফাজতী যোগ দিয়েছিলো?

আবার ধরা খেলো.....

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৪

নিয়ামুল ইসলাম বলেছেন: হাসতে না চাইলেও, হাসতে হাসতে পরে গেলাম

২| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: আল্টিমেট ধরা সরকার খেল । হাসতে হাসতে পেট ফাটলেও এটা স্বীকার করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেএএএএক ভাল । আর দেশ এখন সেকুলার হয়েছে । এখন লাশ দাফনের বদলে ময়লার ভাগারে ডাম্পিং করা হয় ।

৩| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৯

পথহারা সৈকত বলেছেন: আল্টিমেট ধরা সরকার খেল ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেএএএএক ভাল । আর দেশ এখন সেকুলার হয়েছে । এখন লাশ দাফনের বদলে ময়লার ভাগারে ডাম্পিং করা হয় ।

ইটা বিলবোর্ডে লিখতে ভুইলা গেসল মনে হয়;)

৫| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৬

মদন বলেছেন: বাংলাদেশের স্বর্নযুগে বস্তাবন্দী লাশ পাওয়া যায়।

হেফাজতরে বাশ দেয়া গেছে তাতেই খুশি, লাশগুলির মনে হয় আর পরিচয় নাই। হায়রে মানসিকতা.... :(

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪

খন্দকার রাসেল বলেছেন: এইবার নিশ্চয়ই আওয়ামীলীগ বলবে.......
এগুলো কোন মানুষের লাশ না। কেননা, যারা মারা গেছে তাদের আত্মীয়-স্বজননেরা কোথায় ?

৭| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

আল মামুনুর রশিদ বলেছেন: মদন বলেছেন: বাংলাদেশের স্বর্নযুগে বস্তাবন্দী লাশ পাওয়া যায়।

হেফাজতরে বাশ দেয়া গেছে তাতেই খুশি, লাশগুলির মনে হয় আর পরিচয় নাই। হায়রে মানসিকতা.
porikkhar report age thekai ready

৮| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

হেডস্যার বলেছেন:
মিয়া ফাযলামি করেন?
(২৫০০ - ৪) = ২৪৯৬ জন এখনো নিখোঁজ।
এদেরকে কোন কোন ময়লায় স্তুপে ডাম্পিং করা হইছে খোঁজ নেয়া হোক।

হেফাজত আবার মহিলা শাখা কবে খুললো? B:-/

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২

রাতপ্রহরী বলেছেন: শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ

কপি করছেন কোন জায়গা থেকে? পোস্টের ছাগ্লামির সাথে তো মিলে না???

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

রবিনহুড বলেছেন: লাশ গুলো এই দেশের মানুষেরই... সেটা হেফাজতে হোক বা না হোক....তাতে কিছুই আসে যায় না.... এই মৃত লোক গুলো এ দেশেরই সন্তান.....

এই দেশের মানুষ আওয়ামিলীগকে এই মুচলেকা দেয় নাই যে, হেফাজতে হলে মেরে ফেলতে পারবে বা না পারবে....

হেফাজতের সাপর্টার না হলেও তাদের মেরে ফেলে ডাম্পিং স্টেশনে ফেলে দেবার সার্টিফিকেট আওয়ামিলীগকে কেউ দেয় নাই.....


আপনার কাছে কি এই রকম কোন সার্টিফিকেট আছে যে, হেফাজতের লাশ না হলে সেটা বৈধ হত্যা?

যত্ত ফালতু যুক্তি নিয়ে আসছেন?


===================================


খবরটা ভাল করে পড়ে সেটা নিয়ে মন্তব্য করুন।

খবর বলা হয়েছে...
"ময়লার ‘ডাম্পিং স্টেশন’ থেকে বস্তাবন্দি অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার হেফাজতে ইসলামের কর্মীদের লাশ গুমের অভিযোগকে আরও প্রকট করেছে বলে দাবি করেছে ইসলামী ঐক্যজোট। "



এখানে হেফাজত পরিষ্কার করে বলেছে... "লাশ গুমের অভিযোগকে আরও প্রকট করেছে".....

এই লাশ গুলো হেফজতের সেটা কোথায় বলা হয়েছে? "অভিযোগকে প্রকট করা মানে কি "এই লাশ গুলো হেফজতের"..... সেটা বোঝায় নাকি?



১১| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৮

মোমেরমানুষ৭১ বলেছেন: পোস্টে হাম্বালীগের পাদূর্বভাব দেখা যাচ্ছে.......। সবাই সাবধান

১২| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৮

স্বাধীকার বলেছেন:
বেশী করে আয়োডিন খান
তারপর সংবাদ বিশ্লেষণ করুন।

যাদের লাশই হোক, একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতাসীন, ভাগাড়ে কংকাল পাওয়া যায়-এ ব্যর্থতার জন্য সচেতন নাগরিক হিসাবে আপনার উচিত ছিলো এগুলোর সঠিক সুরাহার দাবী তোলা। আপনি আসলেন হেফাজতের দাবী মিথ্যা এটা প্রমান করতে-আর তাতে আপনি খুশী।
আপনার মতো পন্ডিতমুর্খ ও অমানবিক দায়িত্বহীন নষ্ট মানুষ প্রতিষ্ঠা করবে বৈষম্যহীন শোষণহীন সমাজ!!!-সকাল বিকাল আপনাদের মতো গাজাখোরদের মুখে থুতুঁ দেওয়া উচিত-যারা হত্যকান্ডের বিচার না চেয়ে বির্তকিত করে মৃত মানুষদের ন্যায় বিচারের পথকে কঠিন করে।

মানুষ হিসাবে আপনার জায়গা দলদাস হাম্বাদের চেয়ে বহু নীচে।

১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৪

সাইবার অভিযত্রী বলেছেন: মাজহারুল হুসাইন বলেছেন: আল্টিমেট ধরা সরকার খেল । হাসতে হাসতে পেট ফাটলেও এটা স্বীকার করতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেএএএএক ভাল । আর দেশ এখন সেকুলার হয়েছে । এখন লাশ দাফনের বদলে ময়লার ভাগারে ডাম্পিং করা হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.