নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐক্য এবং সংগ্রাম= মুক্তি

পাঠক লাল গোলদার

শোষণ-বৈষম্য হীন একটা মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশ কৃষক ফেডারেশনে কাজ করি আমি। বুর্জোয়া আধিপত্যের বিপরীতে রাজেনৈতিক, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও মনজাগতিক ক্ষেত্রে শ্রমিক কৃষক মেহনতী মানুষের পাল্টা আধিপত্য গড়ে তোলাই প্রথম কাজ।

পাঠক লাল গোলদার › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগ রাজাকারদের ফাঁসী দিবে পরেরবার ক্ষমতায় এসে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮

অনেক আগেই ধারণাটি বাজারে ছিল! অনেকেই বিশ্বাস করতেন আওয়ামী লীগ রাজাকারদের বিচার চায় না! আজ আওয়ামী লীগের ভবিষ্যত কান্ডারী জয় বিষয়টি ঘুরিয়ে হলেও স্পষ্ট করলেন!

বিএনপি ক্ষমতায় আসলে রাজাকারদের তারা ছেড়ে দিবে। তাই আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের সাজা বাস্তবায়ন করবে! এরপর নিশ্চয়ই অন্য নেতারাও সুর মিলাবেন, প্রধানমন্ত্রীও!

ভোটের বাজারে বরাবরের মতো মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যূ বিক্রি করবে আওয়ামীলীগ! এর সাথে এবার যুক্ত হবে যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যূ! জনগণ যদি যুদ্ধাপরাধীদের ফাঁসি চায় তাহলে আওয়ামী লীগকে ভোট দিতে হবে!

গতবারের ভোটের সময় শেখ হাসিনার আওয়ামী লীগ অঙ্গীকার করেছিলো, তারা ক্ষমতায় গেলে যুদ্ধপরাধীদের বিচার করবে! কক্ষণও বলে নাই বিচারের রায় কার্যকর করবে! তাই তারা অঙ্গীকার পালন করেছে, যুদ্ধাপরাধীদের বিচার করেছে! এবার জনগণকে আবার নৌকায় ভোট দিতে হবে। এবার আওয়ামী লীগ অঙ্গীকার করবে, ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করবে! রাজাকারদের ফাঁসীতে ঝুলাবে!

ভোদাই পাবলিক নিশ্চয়ই গতবারের অঙ্গীকার আর এবারের অঙ্গীকারের পার্থক্য বুঝতে পারবে!

ফেলানী হত্যার বিচারের মতোই রাজাকারদেরও বিচার হচ্ছে বাংলাদেশে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

লোপা এসহক বলেছেন:
আপনার কি করে ধারনা হল আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ যুদ্ধাপরাধীদের সাজা বাস্তবায়ন করবে?

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩

জহির উদদীন বলেছেন: আওয়ামী লীগের ভবিষ্যত কান্ডারী না ও হইলো আওয়ামীলীগের গেন্ডারী.....ভাল কইরা ঢুকাইতে আইছে....

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভন্ডামী দিয়েই অভিষেক হচ্ছে জয়ের!!!!!!!!!!!!!!!!!!!!!!

যারা মূল আসামীকে প্রায় ক্ষমা করে দেয় আর চুনোপুটিকে ফাসি দেয় তার রায় যেমন ভন্ডামীতে ভরা, তাদের প্রতিশ্রিতিও ভিন্ন নয়।

হলমার্কের ৪৫০০০০০০০০০/- কোটি টাকা লুটের ধারাবাহিকতা চাইলে নৌকা মার্খায় ভোট দিন!!
সোনালী ব্যাংকের নাকি এই ধকল সামলাতে ৩০৯ বছর লাগবে!!! :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.