নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pathorer kanna

momotazmita

momotazmita › বিস্তারিত পোস্টঃ

আমি হেরেছি আমার কাছে

২৩ শে জুন, ২০১৭ রাত ১:২০



আমি হেরেছি আকাশের ভালবাসার কাছে,
হেরেগেছি আকাশের জ্বল জ্বলে তারাগুলোর কাছে,
আমি হেরেছি রংধনুর রঙের কাছে,
হেরেছি সূর্যের হাস্যোজ্জল আলোর কাছে,
হেরেছি চাদেঁর অপরূপ কিরনের কাছে,
হেরেছি রাতের নিস্তব্ধতার কাছে,
আমি হেরেছি বাতাসের শীতল স্পর্শের কাছে,
হেরে গেছি মৃওিকার ভালবাসার কাছে,
হেরে গেছি নদীর ঐ বয়ে চলা স্রোতের কাছে,
আমি হেরে গেছি আমার ধমনীতে বহমান লাল টকটকে রং গুলোর কাছে,
হেরেগেছি হৃদপিন্ডের ভিতরে জমে থাকা গভীর কাল রংগুলোর কাছে,
হেরেগেছি বুকের ভিতরে নেওয়াশ্বাস প্রশ্বাসের কাছে,
আমি হেরেগেছি অনন্ত এই সময়ের কাছে,
আমি হেরে গেছি তোমার ভালবাসার কাছে,
আমি হেরেছি আমার স্বপ্নের কাছে,
আমি হেরেগেছি আমার কাছে,
আমি হেরে গেছি আমার কাছে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.