![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষাদ আলোর স্বপ্ন
------------------------------
বিষাদআলোর স্বপ্ন গুলো রং ছাড়িয়ে মিলিয়ে গেলো,
কখনো তোমায় চায় জড়াতে দুহাত দিলো নাও বাড়িয়ে,
বিনীদ্র এক প্রজাপতি চাইলো নিতে জোনাক মতি।
প্রজাপতির রং গুলো তাই মিলিয়ে গেলো স্বপ্নঘোরে,
দুহাত পেতে চায় যে তোমায়,
নিদ্রাজড় চোখ গুলো তার
চাইছে যেতে স্বপ্নদেশে আলিঙ্গনের আবেশে সে। মিলিয়ে যাওয়া স্বপ্ন গুলো চুমতে চায় ঘুমের বেশে, রংধনুর ঐ ঠোঁটের ছোয়ায় স্বপ্ন গুলো যায় রাঙিয়ে,
রাঙিয়ে দিল আপন করে স্বপ্নগুলো রঙিন করে,
চাই যে তোমায় চোখের মাঝে,
স্বপ্নগুলো দাও রাঙিয়ে।
বিষাদ আলোর স্বপ্নগুলো রঙিন করে আমায় দিও,
প্রেমপরশের জড়িয়ে দিবো আদর মেখে ভালবেসে।
১৬/১২/১৭ ইং
©somewhere in net ltd.