নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

pathorer kanna

momotazmita

momotazmita › বিস্তারিত পোস্টঃ

কিছু কিছু অসহায়ত্বের বোঝা এত ভারী, বহন করা কস্টকর।

০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৪

অসহায়ত্ব, কস্ট এগুলোর সব মানুষের জীবনে কম বেশী আছে। কারও কম বা কারও বেশী। আমারও আছে। কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। এক কথায় সে ক্ষমতা কোন মানুষের নাই। থাকলে আমি তাই করে নিতাম অনেক অনেক আগে। এই জিনিসগুলো আবার একজনের সাথে আর একজনেরটা মিল হয় না। যাইহোক ।।
একজন মানুষ যখন বৃদ্ধ হয় বা খুব অসুস্থ থাকে মানে যে অসুস্থতা তাকে বলে দেয় তোমার জন্য এর থেকে বেশী কিছু করার নাই, তখন সে অসুস্থ মানুষটির কস্ট, তার অসহায়ত্ব তার সন্তানও ভাগ নিতে পারে না। অসহায় শুধু অসুস্থ মানুষটা থাকে না তার সন্তানও থাকে। একজন সন্তান যখন মৃত্যু যণ্ত্রণায় অসহায়ের মত চিৎকার করতে থাকে তখন তার পিতামাতা অসাহায়ের মতো তা দেখতে থাকে।এগুলোর কোন ভাগ হয়না। যা সে সব মানুষ ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। একজন দরীদ্রর মা বাবা যখন সন্তানদের মুখে খাবার এনে দিতে না পারার কস্ট, একজন সন্তান যখন নস্ট হয়ে যা সংসারে অভাব অনটনের জন্য সেই মা বাবার কস্ট, একজন কন্যার তার মা বাবাকে সাহায্য করতে না পারার অসহায়ত্ব, পুত্র যখন মা বাবাকে কাছে নিতে না পারে তার অসহায়ত্ব। এসবের কি কোন ভাগ হয়, হয়না, হবেও না। যারটা শুধু তাকেই বহন করতে হয়।
অর্থ বা সম্পদ ও কাজে লাগে না এ সময়। যদি কাজে লাগে তা হলো পাশের মানুষটার একটু আশা দেয়া কথা। তাও হয়তো সবার ভাগ্য সেটা জুটে না। আর সেটা দেবার মতো কেউ যদি না থাকে তাহলে ঐ অসাহায় মানুষগুলো থেকেও অসহায় লাগবে। মাঝে মাঝে এসব কস্ট বা অসহায়ত্ব গুলো আপন কস্টের উপর ভারি হয়ে যায়। এতটা ভারি বহন করাও কস্টকর । আমি নিজেও এর একটি অংশ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.