| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নন-আর্টিস্টিক টাইপের মানুষ আমি। ইমোশনাল, পলিটিক্যাল, হাই-থটের কথা সব সময় আমার মাথার উপর দিয়ে যায়। এর জন্যে বিরম্বনাও কম পোহাই না। এই সমস্ত হাই-থটের জিনিস বাঙ্গি না বললে বুঝার সাধ্য আমার নাই। রিসেন্ট ঘটনা বলি। এক প্রিয় বন্ধু ফেবুতে এক গদ্য কবিতা লিখছে ... তারে কমেন্টে লিখলাম বাঙ্গি বল ... সে উলটা আমার উপর রাগ করে আমারে b**** বলল। শেষ-মেষ আমি নিজেই বসলাম তার কবিতার পাঠোদ্ধার করতে।
তার গদ্য-কবিতা(!!!) :
এলোমেলো ভাবনার ঢেউগুলো আচমকাই সমান্তরাল হাওয়াতে বয়ে চলছে। কেন জানি না, নিজেকে আজ অনেক সতেজ ও চনমনে লাগছে। আসলে পুরানো দিনের কিছু সুখময় স্মৃতি মনের জানালাই বারবার উঁকি মারছিল। যেন কিছু অতৃপ্ত বেদনা,পরম তৃপ্তিতে এঁকে বেঁকে চলছিল মনের অলিতে গলিতে। হাওয়ার দোলনাই মিশে যাওয়া সেইসব পুরানো স্মৃতি কেন বারবার উঁকি দেয় মনের ক্যানভাসে?
হ্যাঁ, আজ আমি তোমাকে স্মরন করছি বিনম্র শ্রদ্দাভরে। তুমি আমার মনের মণিকোঠাই আজও জাগ্রত হয়ে আছ। অবুঝ বালিকার মত সেই কণ্ঠস্বর, স্নেহের পরম আদ্রতা মিস্রিত সেই কণ্ঠস্বর আজও আমার হৃদয়ে লেগে আছে আমার মত করে। আমি কোন অচিন মানব নয়, কোন সপ্নপুরুষও নয়। আমি রোগা, ধলা এবং হাংলা মত একটা ছেলে। রুচিতে একজন খাঁটি বাঙ্গালী। আমার স্বপ্নগুলো তোমাকে ঘিরে নয়, তোমার স্মৃতিকে ঘিরে। তোমাকে ফিরে পাবার পরম তৃষ্ণা আজ হয়ত আমার মাঝে নেই, কিন্তু তুমি আমার হৃদয়ের রানী এতটুকু বলতে দ্বিধাকরি না। তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে। তুমি আমাকে মাফ করে দিও, কেননা কিছুদিন আমার নিশ্বাসের তপ্ত স্পর্শ তোমাকে দিতে পারিনী।
(হ্যাঁ আমি আমার কবিতার কথাই বলছি। কেন যেন কিছুদিন ধরে লিখতে পারছিলাম না। কিন্তু আজ লিখেছি, হ্যাঁ আবার লিখেছি আমার চিরচেনা সেই কবিতা।)
তার কবিতা পরে আমি যা বুঝলামঃ
এলোমেলো ভাবনার ঢেউগুলো আচমকাই সমান্তরাল হাওয়াতে বয়ে চলছে
means মাথা পুরা all clear.![]()
![]()
কেন জানি না, নিজেকে আজ অনেক সতেজ ও চনমনে লাগছে।
means দুধের সাথে হরলিক্স খাওয়ার ফল।![]()
![]()
আসলে পুরানো দিনের কিছু সুখময় স্মৃতি মনের জানালাই বারবার উঁকি মারছিল।
= মনের দরজা খুলে দিলেই হয়, উকি ঝুকি মারা ভালো জিনিস না। ![]()
![]()
হ্যাঁ, আজ আমি তোমাকে স্মরন করছি বিনম্র শ্রদ্দাভরে। তুমি আমার মনের মণিকোঠাই আজও জাগ্রত হয়ে আছ।
means… I respect you, till now I love you :* ![]()
![]()
![]()
আমি কোন অচিন মানব নয় , কোন সপ্নপুরুষও নয়।
means আমি এলাকার পোলা, শাহরুখ খান না।
আমি রোগা, ধলা এবং হাংলা মত একটা ছেলে। রুচিতে একজন খাঁটি বাঙ্গালী।
means মাই নেম ইজ ***** এন্ড আই এম নট এ টেরোরিস্ট। ![]()
![]()
![]()
আমার স্বপ্নগুলো তোমাকে ঘিরে নয়, তোমার স্মৃতিকে ঘিরে।
means… I remember you. ![]()
![]()
![]()
তোমাকে ফিরে পাবার পরম তৃষ্ণা আজ হয়ত আমার মাঝে নেই, কিন্তু তুমি আমার হৃদয়ের রানী এতটুকু বলতে দ্বিধাকরি না। তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে।
means… Again I want you. ![]()
![]()
![]()
তুমি আমাকে মাফ করে দিও, কেননা কিছুদিন আমার নিশ্বাসের তপ্ত স্পর্শ তোমাকে দিতে পারিনী।
means… কবি যৌন দুর্বলতায় ভুগছে। ![]()
![]()
![]()
(হ্যাঁ আমি আমার কবিতার কথাই বলছি। কেন যেন কিছুদিন ধরে লিখতে পারছিলাম না। কিন্তু আজ লিখেছি, হ্যাঁ আবার লিখেছি আমার চিরচেনা সেই কবিতা।)
= এইটা কিভাবে কবিতা হয় আমার মাথায় ধরে না
![]()
কেউ যদি আরো কিছু পাঠোদ্ধার করতে পারেন তবে পিলিজ করে জানাবেন...
![]()
©somewhere in net ltd.