![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Prothom-Alo (পড়ুন পেরথেম আলু) তে একদিন আগে দূরপরবাস বিভাগে শাহীন আক্তার নামে জাপান প্রবাসী এক ভদ্র(!!!)মহিলা "এ কেমন রসিকতা?" নামে একটি আর্টিকেল লেখেন যেখানে কেকা ফেরদৌসি (পড়ুন কেকাপ্পা) এর নুডুলস রান্নার সমালোচনা করে ট্রল/রোস্ট করা ব্যক্তিদের অসভ্য, কেকা ফেরদৌসি এর পায়ের নখের যোগ্য নয় এবং চিড়িয়াখানার জীব-জন্তুদের সাথে থাকলে মানায় বলাসহ তাদের অভিভাবকরা সঠিক শিক্ষা দেয় নাই, হেন তেন যা ইচ্ছা বলেছেন।
ট্রল/রোস্টিং কে আধুনিক সমাজে সুন্দরভাবে নেয়া হয়, খোদ যুক্তরাষ্ট্রেই প্রতিরাতে লেট নাইট শোগুলাতে রাজনীতিবিদ, দাম্ভিক বাচালদের রোষ্ট করা হয়। ট্রলিং আছে বলেই সাবরিনা ন্যান্সি (পড়ুন স্যাবলা নেন্সি), মডেল আরিফ খান, অনন্ত জলিলের মত যোগ্যতাহীনরা ইউটিউবে ফালতু ভিডিও আপলোড করার আগে চিন্তা করে আপলোড করে, আপলোড করলেও কমেন্ট ডিজেবল করে নেন। ট্রল বানাতেও ট্যালেন্ট লাগে। এটা অবশ্য শাহীন আক্তারের মাথায় ঢুকবে না।
শাহীন আক্তারের লেখা পড়ে যথেষ্ঠ বিরক্ত হয়ে ঐ মহিলার লেখার ভুল ধরিয়ে দিতে কমেন্ট করেছিলাম। যেখানে কেকা ফেরদৌসি কেন ট্রলের যোগ্য, আর অন্যদের অসভ্য, খারাপ বলাটা কেন ঠিক হয় নাই সেটাই সুন্দর ভদ্রভাবে কমেন্ট করেছিলাম। কিন্তু থার্ডক্লাস প্রথম আলু আমার কমেন্ট পুরোটা কেটে শুধু একলাইন রেখেছে, "করেস্পন্ডেন্স ডিনারে প্রেসিডেন্ট কেও ট্রল করা হয়"
WTF প্রথম আলু !! প্রথমে এক ঝগড়াটে মহিলার সেন্সলেস একটা আর্টিকেল ছেপেছে, এর উপরে আবার কমেন্টকারীদের কমেন্ট এমনভাবে কেটেছে যাতে আসল কথাই চেঞ্জ হয়ে অন্য কথা হয়ে গেছে। যেই পত্রিকা পাঠকের কমেন্ট সহ্য করতে পারে না, তারা সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে চায়।
পরিশেষে শুধু একটা কথাই বলতে হয়, এ কেমন রসিকতা?
#হলুদ_আলু
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২০
কুয়েটিয়ান পাভেল বলেছেন: হলুদ পত্রিকা এটা
২| ১৩ ই জুন, ২০১৭ ভোর ৬:৪৫
কলাবাগান১ বলেছেন: সৌরভ গাংগুলী বললেন ভারত সেমিফাইনাল আর ফাইনাল খেলার জন্য বেস্ট উইশেস...সেটা কে নিয়ে তিন ইন্চির ফরম্যাটে খবরের শিরোনাম: বাংলাদেশ কে হেয় করে সৌরভের মন্তব্য কিন্তু পাকি ইমরানের বাংলাদেশ কে হেয় করে মন্তব্য নিয়ে কোন খবর নাই।
সিনেটর দের সাইন জালিয়াতি করা, ক্রেডিট কার্ড জালিয়াতির হোতা বিনপি আমেরিকার নেতা সাদী কে আমেরিকান পুলিশ গ্রেপ্তার করে কিন্তু সে খবরটা বড় জোড় এক ঘন্টা অনলাইনে রেখে পরে আবার সরিয়ে দেয় প্রথম আলো!!!!!!!
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২১
কুয়েটিয়ান পাভেল বলেছেন: যা লিখলে রেটিং বাড়বে, তাই লিখে। এখানে সত্য মিথ্যা দেখে লেখে না পেরথেম আলু
৩| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:০৯
তাতিয়ানা পোর্ট বলেছেন: It was funny!
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২২
কুয়েটিয়ান পাভেল বলেছেন: ধন্যবাদ। ফানি করাটা উদ্দেশ্য ছিল না
৪| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৮
মহিউদ্দিন মাহি বলেছেন: পেরথেম আলু
১৩ ই জুন, ২০১৭ সকাল ১০:২৩
কুয়েটিয়ান পাভেল বলেছেন: আলু বললে আলুরও সম্মানহানি হয়
৫| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:১৯
জেকলেট বলেছেন: প্রথম আলোর এইটা নতুন না। এর আগে ওদের মিজানুর রহমান খান নামক সাব এডিটর তুরষ্কের মিলিটারি ক্যু কে সাপোর্ট করে একটা প্রতিবেদনের প্রতিবাদ করে কমেন্ট করলে ছাপায় নি। সিম্পল অসৎ পত্রিকা।
৬| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
নিরাপদ দেশ চাই বলেছেন: এই ট্রলিং বিষয়ে কেকা ফেরদৌসির একটা সাক্ষাৎকার পড়েছিলাম। তিনি বলেছেন যে তিনি আজ যে অবস্থানে পৌছেছেন তাতে এই সব নোংরা ট্রলিং তার কোন ক্ষতি করতে পারবে না। তবে তিনি ব্যক্তগত ভাবে কষ্ট পেয়েছেন কারন তিনি একজন বয়স্ক মা সমান মহিলা, কোন নায়ক নায়িকা নন।
তিনি কি অনন্ত জলিল বা হিরো আলমের মত কোন অল্পবয়সী নায়ক বা মডেল? মায়ের হাতের রান্নার রেসিপির কথা মনে হলে সিদ্দিকা কবির ও কেকা ফেরদৌসির কথাই সচেয়ে আগে মনে আসে আমাদের। মানুষ একটা বয়সে পৌছালে অন্যদের কাছে শ্রদ্ধা আশা করেন। আমরা কতটা ইতর প্রকৃতির জাতি যে বয়স্কদের সম্মান না করে তাদের নিয়ে ইত্রামি করি! আবার সেই ইতরামির পক্ষে সাফাই গাই!!
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫২
কুয়েটিয়ান পাভেল বলেছেন: পাবলিক ফিগার কখনো মা-বাবার ফিগার হয় না। ট্রাম্পের বয়স ৭০+, তাকে কি যুক্ত্রাষ্ট্রে পচানো হচ্ছে না? আর সম্মানের সাথে বয়সের সম্পররক নাই, সম্মানের সাথে সম্পর্ক কাজের, সামাজিক অবদানের। ট্রলিং রে ইতরামি বললে আপনার দুনিয়া সম্পর্কে ধারণার অভাব আছে বলতে হবে। সুযোগ পেলে দেশ ছেড়ে বাহিরে আসবেন, বাহিরের মানুষের সাথে মিশবেন। না পারলে অন্তত সিবিসি, সিএনএন, ফক্স নিউজ, সহ সব চ্যানেলে দেখবেন। আশা করি আপনার মনমানসিকতার পার্থক্য হবে।
৭| ১৩ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০
ছাসা ডোনার বলেছেন: প্রথম আলো হলো যেদিকে বৃসটি সে দিকে ছাতার পত্রিকা।
৮| ১৩ ই জুন, ২০১৭ রাত ৮:০৩
কানিজ রিনা বলেছেন: নিরাপদের মন্তব্যের সাথে একমত। ধন্যবাদ
১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫৩
কুয়েটিয়ান পাভেল বলেছেন: ধন্যবাদ।
৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৩০
মুরাদ সরকার বলেছেন: প্রথম আলো সব পারে।তার নাতি রে নিয়া যে জঙ্গি-জঙ্গি গন্ধ বের হইছিল সেটা কিন্তু খুব ভাল করে ছাপ করেছে আবার তারে নাকি খ্যাতিও দিছে।
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:১৩
কুয়েটিয়ান পাভেল বলেছেন: হলুদ আলু
১০| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:৫৮
ফেরদৌসা রুহী বলেছেন: অতিরিক্ত কোন কিছুই ভালোনা।
কেকা ফেরদৌসিকে নিয়ে যা হচ্ছে তা এখন বিরক্তির পর্যায়ে চলে গেছে।
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:১২
কুয়েটিয়ান পাভেল বলেছেন: কেকা ফেরদৌসি এর কর্মকান্ড কি বিরক্তির পর্যায়ে যায় নি?
১১| ১৬ ই জুন, ২০১৭ সকাল ৮:১৫
তাতিয়ানা পোর্ট বলেছেন: Apnarta na, Prothom Alor ta.
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৭ ভোর ৬:০৪
মিঃ আতিক বলেছেন: যেই পত্রিকা পাঠকের কমেন্ট সহ্য করতে পারে না, তারা সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে চায়।
জাতির ভবিষ্যৎ আরও অন্ধকারে যাওয়ার জন্য প্রথম আলুই যথেষ্ট।