![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই।
চিকন ধুতিখানি পরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ।
না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ।
অল্প বয়সে পিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ
হয়ে গেল জীবনের শেষ ,হয়ে গেল জীবনের শেষ।
প্রেমের মুরালী বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর
না পারি বান্ধিতে সুর,না পারি বান্ধিতে সুর।
নিধুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই
ধর বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
_জলছাপ_ বলেছেন: ছবি কিভাবে দেয় পোষ্ট এ ? জানলে মনপুরা ছবির একটা পোষ্টার দিতাম
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৯
সুরভিছায়া বলেছেন: জলছাপের কথায় একমত।প্রতিটা গান সুন্দর।সোনারও পালঙ্ক .....আমার পছন্দের একটি গান।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৭
_জলছাপ_ বলেছেন: মনপুরা ছবিটা দেখথে হবে; শুনেছি অসাধারন এক ছবি। এটা গিয়াসউদ্দিন সেলিম এর , এবং "অর্নব" এই ছবির মিউজিক ডাইরেক্টর! সো, আমি শিওর যে অসাধারন কিছু গান হবে ।
আরো একটা জিনিস উল্লেখ্য যে, আমাদের [ বিশেষত আমার ] সবার প্রিয় অভিনেতা ফজলূর রহমান বাবু এই ছবির একজন গায়ক; অসাধারন তার কন্ঠ ; শুনে দেখবেন সবাই ;